এতদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পেনশন প্রকল্প নিয়ে আসা হয়েছে সমগ্র ভারতবাসীর উন্নয়নের লক্ষ্যে। এই সমস্ত পেনশন প্রকল্পগুলির মাধ্যমে সরকারি কর্মচারী ছাড়াও অন্যান্য পেশার মানুষেরাও অত্যন্ত সহজে সরকারের কাছ থেকে অবসরকালীন অবস্থায় পেনশন সুবিধা পেতে সক্ষম হন। তবে এবারে রাজ্য সরকারের পক্ষ থেকেও এমন দুর্দান্ত উদ্যোগ নেওয়া হলো।
আজকের প্রতিবেদনে আমরা এই প্রকল্পের যাবতীয় বৈশিষ্ট্য অর্থাৎ প্রকল্পের নাম, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য সুযোগ সুবিধার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নেবেন।
প্রকল্পের নাম
সামাজিক সুরক্ষা প্রকল্প।
প্রকল্পের উদ্দেশ্য
এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি পেনশন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীর ৬০ বছর বয়স পর্যন্ত প্রতিমাসে ৫৫ টাকা করে প্রদান করবে রাজ্য সরকার যার ফলে ৬০ বছর বয়সে আবেদনকারী আড়াই লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে সক্ষম হবেন।
প্রয়োজনীয় যোগ্যতা
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) ভবন নির্মাণ, সড়কপথ, রেল, সেচ-নিকাশি ও বন্যা নিয়ন্ত্রণ, জল সরবরাহ ব্যবস্থা, টেলিফোনের টাওয়ার নির্মাণ ও তার লাগানো, জলাশয় ও জলের ট্যাঙ্ক নির্মাণ, পাইপলাইন ইত্যাদির শ্রমিক হিসেবে কর্মরত হতে হবে।
৩) ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত শ্রমিকেরা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।
প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা
১) আবেদনকারীদের ন্যূনতম পাঁচ বছর এই প্রকল্পের সদস্য হতে হবে।
২) নূন্যতম পাঁচ বছরের সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পেতে সক্ষম হবে না আবেদনকারী।
৩) ন্যূনতম ১৮ বছর বয়স থেকে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ১৮ বছর বয়স থেকে আবেদন করলে আবেদনকারী তার অবসরকালীন সময় ২.৫ লক্ষ টাকা পেনশন হিসাবে পাবেন।
৪) অবসরের পূর্বে কোন ব্যক্তির মৃত্যু ঘটলে ৫০ হাজার টাকা পেয়ে যাবেন পরিবারের সদস্যরা।
৫) অপরদিকে দুর্ঘটনা জনিত কারণে আবেদনকারীর মৃত্যু ঘটলে ২ লক্ষ টাকা প্রদান করা হবে।
৬) এছাড়াও দুর্ঘটনা জনিত কারণে শারীরিক অক্ষমতা হলে সেই আবেদনকারীকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে।
৭) রাজ্যের সমস্ত শ্রমিকদের পাশাপাশি চা বাগানের শ্রমিকদের জন্যেও এই বিশেষ পেনশন প্রকল্প চালু থাকবে।
আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে জমা করে দিতে হবে আবেদনকারীকে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনার অফিসে ০৩৫৬১২৩০১১২ নম্বরে ফোন করতে পারেন ইচ্ছুক আবেদনকারী।