ন্যাশনাল ইনিস্টিউট অফ টেকনলজি সংস্থার পক্ষ থেকে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের সমস্ত জেলা থেকে নারী-পুরুষ সকলেই এখানে আবেদন করতে পারবেন।
কি কি পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কি লাগবে? শুন্যপদ? মাসিক মাইনে? নিয়োগ প্রক্রিয়া ও আবেদন প্রক্রিয়া কি রয়েছে? এই সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করছি আজকের এই প্রতিবেদনে।
Important Dates
DATE OF PUBLICATION | 29.11.2024 |
OPENING OF ONLINE APPLICATION PORTAL | 30.11.2024 @ 03.00 pm onwards |
CLOSING OF ONLINE APPLICATION PORTAL | 07.01.2025 @ 23.59 hrs |
Post Name & Vacancy
Post Name | Vacancy |
Principal Scientific/ Technical Officer | 03 |
Principal Students Activity and Sports (SAS) Officer | 01 |
Deputy Registrar | 01 |
Executive Engineer (Civil) | 01 |
Assistant Registrar | 01 |
Assistant Engineer | 03 |
Superintendent | 05 |
Junior Engineer | 03 |
Library & Information Assistant | 01 |
Students Activity and Sports (SAS) Assistant | 01 |
Senior Assistant | 08 |
Junior Assistant | 05 |
Office Attendant | 10 |
Lab Attendant | 13 |
Total Vacancy | 56 |
Lab Attendant
- Salary: প্রতিমাসে ১৮,০০০/- টাকা মাইনে দেওয়া হবে।
- শুন্যপদের বিবরন: 05 – UR, 04 – OBC, 02 – SC, 01 – ST, 01 – EWS
- Age Limit: প্রার্থীর বয়স সর্বচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
- Qualification: সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
Office Attendant
- Salary: প্রতিমাসে ১৮,০০০/- টাকা মাইনে দেওয়া হবে।
- শুন্যপদের বিবরন: 06 – UR, 02 – OBC, 01 – SC, 01 – EWS
- Age Limit: প্রার্থীর বয়স সর্বচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
- Qualification: যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।
Junior Assistant
- Salary: প্রতিমাসে ২১,৭০০/- টাকা মাইনে দেওয়া হবে।
- শুন্যপদের বিবরন: 02 – UR, 02 – OBC, 01 – EWS
- Age Limit: প্রার্থীর বয়স সর্বচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
- Qualification: উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সাথে কম্পিউটারে টাইপিং স্পীড লাগবে ৩৫টি শব্দ প্রতিমিনিটে। পাশাপাশি, Word Processing ও Spread Sheet জানতে হবে।
Senior Assistant
- Salary: প্রতিমাসে ২৫,৫০০/- টাকা মাইনে দেওয়া হবে।
- শুন্যপদের বিবরন: 05 – UR, 02 – OBC, 01 – SC
- Age Limit: প্রার্থীর বয়স সর্বচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে।
- Qualification: উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সাথে কম্পিউটারে টাইপিং স্পীড লাগবে ৩৫টি শব্দ প্রতিমিনিটে। পাশাপাশি, Word Processing ও Spread Sheet জানতে হবে। স্নাতক পাশ ও স্টেনোগ্রাফির নলেজ থাকলে অগ্রাধিকার পাবেন।
How To Apply?
- প্রথমে, নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল পোর্টালে যেতে হবে।
- এরপরে, আবেদনকারী প্রার্থীর নাম নথিভুক্ত করতে হবে।
- তারপরে, সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
- এরপরে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে, আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।
Application Fees
Category | Fees |
UR/OBC/ EWS (Only for Men) | Rs. 1000/- for Group ‘A’ posts (posts at S. No. 1 to 5) and Rs. 500/- for the remaining posts |
SC/ST/PwD/Women candidates | No fee |