নতুন বছরে বেকারদের টাকা দেবে, রাজ্য সরকার! কিভাবে আবেদন করবে?
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাধারণত উচ্চশিক্ষার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়ে থাকে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই দুর্দান্ত প্রকল্প নিয়ে আসা হয়েছে।
রাজ্যবাসীর কল্যানার্থে মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। রাজ্যের পিছিয়ে পড়া মহিলা থেকে শুরু করে কৃষক প্রতিবন্ধী এমনকি বেকারদের জন্যেও বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু রেখেছেন মুখ্যমন্ত্রী।
তবে এবারে রাজ্যের বেকারদের জন্য এক দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার ছাত্র-ছাত্রীদের নিজেদের উচ্চশিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জীবনে বড় কিছু করার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ১০০০ কোটি টাকারও বেশি।
তবে এই টাকাটি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাধারণত উচ্চশিক্ষার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়ে থাকে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই দুর্দান্ত প্রকল্প নিয়ে আসা হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামক এই প্রকল্পটি শুরু করা হয় ২০২৩ সালের এপ্রিল মাসের ১ তারিখ থেকে। পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা ছাত্র-ছাত্রীরা নিজেদের লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদায়িক প্রশাসনকে তাদের পাশে পাবে বলে আস্থা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রকল্পে ইতিমধ্যেই ১০০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।
কারা আবেদন জানাতে পারবেন?
১) শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা ছাত্র-ছাত্রীরাই নিজেদের পরবর্তী লেখাপড়ার জন্য এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
২) বিদ্যালয়ের লেখাপড়ার ক্ষেত্রে যেহেতু সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই কারণে এই প্রকল্পটি শুধুমাত্র উচ্চ শিক্ষার জন্য শুরু করা হচ্ছে।
৩) ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫৫ বছর বয়সী যুবক যুবতীরা এখানে আবেদন জানাতে পারবেন।
৪) আগে থেকে কোনরকম ব্যাংকের লোন শোধ করেননি এমন ব্যক্তিরা এখানে আবেদন জানাতে পারবেন না।
প্রকল্পের সুযোগ সুবিধা
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের প্রতিটি ক্রেডিট কার্ড পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে অত্যন্ত কম সুদে ছাত্র-ছাত্রীরা ঋণ শোধ করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন ?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আবেদনকারীর প্রয়োজনীয় বিভিন্ন নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, নতুন করছে ভর্তির রশিদ ইত্যাদি জমা করতে হবে।
Official Website | Click Here |