Trending News

আজ নতুন ভোটার লিস্ট 2025 দিলো! ফোন দিয়ে ডাউনলোড করুন সবাই।

জাতীয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা। এই তালিকা অনুসারে ২০২৫ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মোট সাত লক্ষ ভোটার কার্ড বাত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

যে সমস্ত প্রার্থীরা ২০২৪ সালে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন জানিয়েছিলেন বা নিজের ভোটার কার্ড সংশোধনের আর্জি জানিয়েছিলেন তারা কীভাবে নতুন তালিকা থেকে নিজের নামটি খুঁজে বার করবেন, সেই তথ্য জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখের হিসাবে সমস্ত বৈধ ভোটার কার্ডের গ্রাহক তালিকা প্রকাশ করেছে ভারতীয় ইলেকশন কমিশন। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য প্রকাশিত তালিকা অনুসারে দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এই বছরে ৭ লক্ষ বাতিল পড়েছে। যদিও এই ভোটার কার্ডের মধ্যে বেশিরভাগ কার্ডই সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ছিল বলে জানানো হচ্ছে।

এর পাশাপাশি আরও ১০ লক্ষ নাম সংযোজন করা হয়েছে নতুন ভোটার তালিকায়। বহু মাস ধরেই পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী এলাকা থেকে অন্য রাষ্ট্রের মানুষজন ভুয়ো নথিপত্রের সঙ্গে প্রবেশ করছে বলে অভিযোগ করা হয়েছিল। মূলত এই বিষয়টি রুখতেই ইলেকশন কমিশনের পক্ষ থেকে সত্বর প্রকাশ করা হয়েছে নতুন ভোটার তালিকা। এবারে পশ্চিমবঙ্গ রাজ্যে জাল তথ্যের দ্বারা অনুপ্রবেশকারীদের সংখ্যা কমানো যাবে বলে আশা করছে সরকার।

যে সকল ব্যক্তিরা গত বছরে ভোটার কার্ডের জন্য আবেদন জানিয়েছিলেন বা নিজেদের ভোটার কার্ডের সংশোধনী আবেদন পেশ করেছিলেন, তারা কোন পদ্ধতিতে নিজেদের নাম মিলিয়ে দেখবেন জেনে নিন-

১) প্রথমেই পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশক ওয়েবসাইটে চলে যেতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

২) এরপরে ওয়েব সাইটে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজেদের যাবতীয় তথ্য পূরণ করতে হবে এবং মোবাইল নম্বরের ওটিপি ভেরিফিকেশন ও ক্যাপচা ভেরিফিকেশন করে নিতে হবে।

৩) সমস্ত ভেরিফিকেশন হয়ে গেলে নিজের এলাকার ভোটার তালিকাটি ডাউনলোড করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

৪) এক্ষেত্রে ইংরেজী এবং বাংলা উভয় ভাষাতে ভোটার তালিকা ডাউনলোড করার সুযোগ পাবেন গ্রাহকরা।

৫) সম্পূর্ণ ভোটার তালিকাটি ডাউনলোড হয়ে গেলে সেখান থেকে নিজের নাম সার্চ করে দেখতে পারবেন সকল গ্রাহক।

২০২৬ সালের বিধানসভার নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত ভোটার তালিকায় যদি আপনার নামটি না থাকে, তাহলে অতি শীঘ্র নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করে নিতে হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements