ভিক্ষা দিলেই পুলিশ কেস খাবেন এবার! ১লা জানুয়ারি থেকে, রাজ্যে লাগু নয়া নিয়ম।
ভিক্ষা করলে বা কাউকে ভিক্ষা দিলেই মিলতে পারে কারাদণ্ড, নতুন বছরে নতুন নিয়ম নিয়ে এলো রাজ্য সরকার। ভারতবর্ষের স্টেশনে কিংবা মন্দিরে সর্বত্রই ভিক্ষুকদের দেখতে পাওয়া যায়। তবে এবার রাজ্যকে সম্পূর্ণ ভিক্ষুক মুক্ত করে তোলার উদ্দেশ্যে অগ্রসর হলো রাজ্য। রাজ্য সরকারের এই নতুন কর্মসূচিতে এবার ভিক্ষা দিলেই পুলিশি হেফাজতে যেতে হতে পারে সাধারণ মানুষকে। তাই এবার থেকে ভিক্ষা দেওয়ার আগেই সতর্ক হয়ে যান।
ভারত বা বিভিন্ন দেশের শহরে কিংবা গ্রামাঞ্চলে সর্বত্রই ভিক্ষুকদের দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে যে শুধুমাত্র শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষেরাই যুক্ত থাকেন তেমনটা কিন্তু নয়। এমন অনেক সক্ষম বাচ্চা বা যুবক এই কাজের সাথে যুক্ত থাকেন।
যারা চাইলেই ভালো কোনো কাজ করে সৎ উপায়ে রোজগার করতে পারবেন। কিন্তু খুব সহজেই মানুষের কাছ থেকে ভিক্ষা পাওয়ার কারণে এই কাজের ইচ্ছা আর থাকেনা। এবারে এই বিষয়টিতে লাগাম দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।
২০২৫ সালের পয়লা জানুয়ারি থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে রাজ্যের প্রতিটি এলাকায়। ভিক্ষা চাওয়া রুখতে ইতিমধ্যেই নির্দেশ জারি করা হয়েছে। চলতি মাসে এই বিষয়ে বিভিন্ন সতর্কতা প্রচার করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং পরবর্তী মাসের অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকেই এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
জানুয়ারি মাসের প্রথম দিন থেকে যদি কোন ব্যক্তিকে ভিক্ষা দিতে দেখা যায় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে সরাসরি FIR দায়ের হবে। এমনকি ভিক্ষুক সহ ভিক্ষা দাতাকেও নিয়ে যাওয়া হতে পারে থানায়।
যদিও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এখনো পর্যন্ত এমন সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজ্য সরকার। আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর ইন্দোর জেলা প্রশাসনের পক্ষ থেকে। মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরটি ইতিমধ্যেই ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিতি পেয়েছে।
তবে এবারে এই শহরকেই সম্পূর্ণ ভিক্ষুক মুক্ত করতে অগ্রসর হয়েছে সরকার থেকে শুরু করে প্রশাসন সকলেই। এর জন্য জানুয়ারি মাস থেকে সম্পূর্ণ ভোপালে কেউ যদি ভিক্ষা দান করে থাকেন তাহলে তাকে যেতে হবে পুলিশি হেফাজতে।
তবে শুরুটা ছোট থেকে হলেও পরবর্তী সময়ে সমগ্র দেশে এই নিয়ম লাগু করতে পারে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি মধ্যপ্রদেশ রাজ্য ছাড়াও দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনৌ মুম্বাই, নাগপুর, পাটনা, আমেদাবাদ ইত্যাদি শহরগুলিতেও এমন নিয়ম শুরু হতে পারে অদূর ভবিষ্যতে। তাই আপনার যদি ভিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষকে সাহায্য করার প্রবণতা থেকে থাকে তাহলে এখনই সেই বিষয়ে সতর্ক হয়ে যান।