নতুন বছরের শুরুতেই মধ্যবিত্তের জীবনে খুশির জোয়ার এনে দিল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের। রান্নার গ্যাসের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত উচ্চ দামের জন্য নাজেহাল অবস্থায় ছিল ভারতের নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবার গুলি।
তবে নতুন বছরের শুরুতেই বেশ কিছুটা স্বস্তি মিলল এই বিষয়ে। কতটা দাম কমানো হল এই সম্পর্কে বিশদে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।
বছরের শুরুতে নতুন ধামাকা
প্রতি মাসেই এক তারিখে তেল সরবরাহকারী সংস্থাগুলির পক্ষ থেকে নির্ণয় করা হয় মাসের LPG GAS Cylinder দাম। নতুন বছরের প্রথম মাসের প্রথম দিনটিতেও এর অন্যথা হয়নি। এই মাসেও রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশ কিছুটা কমে গিয়েছে।
রাজধানী শহরে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে মোট ১৪.৫০ টাকার ঘাটতি দেখা গিয়েছে। দেশের অন্যান্য মহা শহর গুলিতেও বিভিন্ন পরিমাণের দাম কমেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের।
কোথায় কত দাম কমলো?
তবে এক্ষেত্রে শুধুমাত্র ১৯.৫ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার গুলি দাম কমেছে বলে জানা যাচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১,৮১৮.৫০/- টাকা থেকে কমে হয়েছে ১৮০৪/- টাকা।
অপরদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় এই একই গ্যাস সিলিন্ডারের দাম ১,৯২৭/- টাকা থেকে কমে হয়েছে ১,৯১১/- টাকা। মুম্বাই শহরে গত মাসে যে গ্যাস সিলিন্ডারের দাম ১,৭৭১/- টাকা ছিল, সেটাই নতুন মাসে কমে হয়েছে ১,৭৫৬ /- টাকা। অপরদিকে দক্ষিণের চেন্নাই শহরেও ১,৯৮০.৫০/- টাকার নীল গ্যাস সিলিন্ডার এর দাম হয়েছে ১,৯৬৬/- টাকা।
ভারতের মহাশহর গুলির পাশাপাশি বিভিন্ন রাজ্যের রাজধানী শহর যেমন বিহারের পাটনা, উত্তরপ্রদেশের লক্ষনৌ, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং ঝাড়খণ্ডের রাঁচিতেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে ঘাটতি দেখা গিয়েছে।
সংস্থার পক্ষ থেকে প্রতিমাসে প্রকাশিত গ্যাসের দামের তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ২০২৪ সালের আগস্ট মাস থেকেই প্রতি মাসে বৃদ্ধি পেয়েছে নীল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম।
বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার গুলি সাধারণত বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে ব্যবহার হয়ে থাকে। সেই কারণে এবার এই এক সিলিন্ডারের দাম কমে যাওয়ায় অত্যন্ত লাভবান হতে চলেছে ভারতীয় হোটেল বা রেস্টুরেন্ট গুলি। তেল সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে নতুন বছরের শুরুতে প্রকাশিত গ্যাস সিলিন্ডারের নতুন দামে অত্যন্ত খুশি হয়েছে গ্রাহকেরা।