চাকরির খবর

Kalyani AIIMS Recruitment 2025: কল্যানী এইমসে কর্মী নিয়োগ! শুধুমাত্র ইন্টারভিউতে পাস করলেই চাকরি।

Kalyani AIIMS Recruitment: রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সেন্ট্রাল গভর্নমেন্ট এর অন্তর্গত AIIMS অর্থাৎ All India Institute of Medical Sciences এর কল্যাণী শাখার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যের সমস্ত জেলার পুরুষ ও মহিলা উভয়ই এই চাকরির জন্য আবেদন করতে পাবেন। প্রায় ২৫টি দপ্তরে একাধিক পদে আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

Important Dates

আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
আবেদন শেষ০৮/০১/২০২৫
Interview Date21.01.2025 to 22.01.2025

পদের বিবরন

নিয়োগকারী সংস্থাAll India Institute of Medical Sciences (AIIMS), Kalyani
দপ্তর সংখ্যামোট ২৫টি
শূন্যপদের সংখ্যামোট ৪৫টি

দপ্তরের বিবরন

বিজ্ঞপ্তি অনুযায়ী AIIMS কল্যাণী শাখায় মোট ২৫ টি দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। দপ্তর গুলি হল –

  1. বায়োকেমিস্ট্রি,
  2. প্লাস্টিক সার্জারি,
  3. কার্ডিওলজি,
  4. ডার্মাটোলজি,
  5. এন্ডোক্রিনোলজি,
  6. ENT,
  7. জেনারেল মেডিসিন,
  8. জেনারেল সার্জারি,
  9. নিউরো সার্জারি,
  10. অর্থপেডিক,
  11. পেডিয়াট্রিক সার্জারি,
  12. পালমোনারি মেডিসিন,
  13. রেডিওলজি,
  14. সার্জিক্যাল অনকোলজি,
  15. হসপিটাল এডমিনিস্ট্রেশন,
  16. হেমাটোলজি,
  17. মাইক্রোবায়োলজি,
  18. নিউরোলজি,
  19. নেফ্রলজি,
  20. মেডিসিন ও ব্লাড ব্যাংক,
  21. আপদকালীন মেডিসিন,
  22. ইউরোলজি,
  23. এ্যানাসিয়া ইত্যাদি।

পদের নাম

উপরের মোট এই ২৫টি দপ্তরগুলিতে সিনিয়র ডেমনস্ট্রেটার ও সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

Read More: বাংলা ভাষায় টাইপিং করে ইনকাম করো! বাড়ি বসে কাজ করার সুযোগ।

বয়সসীমা

যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স হতে হবে সর্বচ্চ ৪৫ বছর।

বয়সের ছাড়

SC/ST05 years
OBC03 years
PwD(OPH)10 years

শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চিকিৎসাবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া বিশদে জানতে এই চাকরির অফিসিয়াল নোটিফিকেশনটি নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে ভালভাবে পড়ে বুঝে নিন।

বেতনসীমা

এই চাকরিতে নিযুক্ত কর্মীদেরকে প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৫,৬০০/- টাকা থেকে ৩৯,১০০/- টাকা পর্যন্ত, এছাড়া মূল বেতনের পাশাপাশি গ্রেড পে দেওয়া হবে ৬০০০/- টাকা।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের সমস্ত বিবরন দিয়ে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে একজন আবেদন একের অধিক পদে আবেদন করতে পারবেন। আবেদন ফি থাকছে ১০০০/- টাকা।

কিভাবে নিয়োগ করা হবে ?

আবেদনকারীদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না , সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। তার জন্য আবেদনকারীদের এই ঠিকানায় উপস্থিত হতে হবে – Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin – 741245.

Important Links

🌐Official WebsiteClick Here
Apply LinkApply Now
📄Official NotificationDownload PDF

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button