কলকাতায় আবার জব ফেয়ার শুরু! একসাথে ৩৪টি কোম্পানিতে ইন্টারভিউ দেবার সুযোগ।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কীমের আন্ডারে চালু হতে চলেছে জব ফেয়ার, তাও আবার কলকাতায়। এখানে ৩৪টি কোম্পানি থাকবে চাকরি দেবার জন্য। আবেদনকারীরা একসাথে যতগুলি ইচ্ছা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারো।

কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য চলে এলো দুর্দান্ত সুখবর! বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার তরুণ তরুণীদের জন্য চাকরি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। কারণ প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের জন্য এবারে সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় হতে চলেছে চাকরির মেলা।
যেখানে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীদের বেতন সহ প্রশিক্ষণের জন্য নিয়োগ করবে নামিদামি কোম্পানি। আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই আজকের প্রতিবেদন থেকে আবেদনের নিয়ম, ইন্টার্নশিপ এর বিবরণ, যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিন।
ইন্টার্নশিপ হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে চাকরিপ্রার্থীরা কর্মজীবনে প্রবেশ করার পূর্বে কর্মজীবনের সমস্ত ধরনের অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে পারেন। ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরকারের ইন্টার্নশিপ স্কীমের ঘোষণা করেছিলেন।
বর্তমানে সেই ঘোষণা বাস্তবায়িত হচ্ছে। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এবার প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কীমে সরাসরি নিযুক্ত হওয়ার বিশাল সুযোগ রয়েছে। এই স্কীমের অন্তর্ভুক্ত Job Fair চালু হচ্ছে খোদ কলকাতায়। ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে এই চাকরির মেলা।
যোগ্যতা-
১) বর্তমানে ভারতবর্ষের বাসিন্দা যে কোন চাকরি প্রার্থীরাই এই পদে আবেদন জানাতে পারবেন। তবে আবেদনের পূর্বে অবশ্যই নিম্নলিখিত সমস্ত শর্ত গুলি পূরণ করতে হবে চাকরিপ্রার্থীদের।
২) আবেদনকারীকে আবশ্যিকভাবে ২১ বছর থেকে ২৪ বছরের মধ্যবর্তী হতে হবে।
৩) সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে কোন পূর্ণ সময়ের কাজ অথবা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কোনভাবেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
৪) এই ইন্টার্নশিপ প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয়ের পরিমাণ ৮ লক্ষ টাকার কম হতে হবে।
৫) সরকারি বিভিন্ন এপ্রেন্টিস প্রগ্রামে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
৬) যে সমস্ত চাকরিপ্রার্থীর পরিবারের কোনো সদস্য সরকারি দপ্তরে নিয়োজিত আছেন তারা এখানে আবেদন জানাতে পারবেন না।
৭) এছাড়াও স্নাতকোত্তর চাকরি প্রার্থীরা এই প্রকল্পে আবেদনের যোগ্য নয়।
কি কি কোম্পানি থাকবে?
- BALRAMPUR CHINI MILLS LTD
- BATA INDIA LTD
- BERGER PAINTS INDIA LIMITED
- BRITANNIA INDUSTRIES LTD
- CENTRAL COALFIELDS LIMITED
- COAL INDIA LTD GOVT OF INDIA UNDERTAKING
- EASTERN COALFIELDS LTD
- EMAMI LIMITED
- EXIDE INDUSTRIES LIMITED
- INDIAN METALS AND FERRO ALLOYS LTD.
- ITC LIMITED
- NATIONAL ALUMINIUM CO LTD
- ODISHA MINING CORPORATION LIMITED
- ORISSA METALIKS PRIVATE LIMITED
- RASHMI CEMENT LIMITED
- RASHMI METALIKS LIMITED
- SHYAM SEL AND POWER LIMITED
- TATA CONSUMER PRODUCTS LIMITED
- HDFC
- INDUSIND BANK LIMITED
- CESC LTD
- RELIANCE INDUSTRIES LIMITED
- TATA AIG GENERAL INSURANCE COMPANY LIMITED
- KANSAI NEROLAC PAINTS LIMITED
- TATA CONSULTANCY SERVICES LTD
- Genpact
- Bandhan Bank
- ICICI BANK
- HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED
- National Stock Exchange
- INDIAN OIL CORPORATION LIMITED
- TATA STEEL
- STEEL AUTHORITY OF INDIA LIMITED
- NATIONAL THERMAL POWER CORPORATION LTD
নিয়োগ প্রক্রিয়া- কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত চাকরির মেলাটি আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়। চাকরি মেলার দিনে তুমি ৫/৭ টা কোম্পানিতে একসাথে সরাসরি ইন্টারভিউ দিতে পারবে। তারপরে, তোমার যেই কোম্পানিতে ইচ্ছা, সেখানে চাকরি করতে পারবে। চাকরির মেলার দিন অবশ্যই অরিজিনাল সমস্ত ডকুমেন্ট যাবে।
Date & Venue
জব ফেয়ারের স্থান | CII Suresh Nevtia Centre of Excellence, Behind City Centre, DC-36, Sector 1, Bidhan Nagar, Kolkata, West Bengal 700064 |
জব ফেয়ারের তারিখ | ২৫/০২/২০২৫ সকাল ৮:৩০ মিনিট থেকে। |
আবেদন প্রক্রিয়া- জব ফেয়ারে যাবার জন্য তোমাকে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। নীচে Google Form-এর লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করো। অবশ্যই একটি এক্টিভ ইমেল আইডি এবং ফোন নম্বর দেবে। তাছাড়া, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতার বিবরন দিতে হবে। আবেদনের করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবে।