রাজ্যের একটি হোস্টেলে ‘গ্রুপ ডি’ নিয়োগ! অষ্টম শ্রেণী পাশে আবেদন করো।

রাজ্যের একটি আশ্রম হোস্টেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। পুলশিটা ভোলানাথ বিদ্যানিকেতনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে নারী-পুরুষ সকলেই আবেদন জানাতে পারবে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

কি কি পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, মাসিক মাইনে, বয়সসীমা কি লাগবে? নিয়োগ কিভাবে করা হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হল আজকের এই প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৩ ডিসেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ০৫ই জানুয়ারি ২০২৫

Post Name & Vacancy

পদের নামশুন্যপদ
সুপারিনটেনডেন্ট০১ টি
কুক০১ টি
হেল্পার০১ টি
মোট শুন্যপদ০৩ টি

শিক্ষাগত যোগ্যতা

সুপারিনটেনডেন্ট

প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় গ্রাজুয়েট বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। নুন্যতম ছয় (০৬) মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকা চাই।

কুক

যেকোন স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, রান্না করার অভিজ্ঞতা জানা চাই।

হেল্পার

হেল্পার পদের ক্ষেত্রে কমপক্ষে অষ্টম শ্রেনী পাশ হওয়া চাই। রান্নার কাজে সাহায্য করার জন্য ‘হেল্পার’ পদে নিয়োগ করা হচ্ছে, তাই হেল্পারকে রান্নার কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীকে অবশ্যই ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।

পদের নামবয়সসীমা
সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পারজেনারেল: ২১ থেকে ৪০ বছর
SC/ST: ২১ থেকে ৪৫ বছর
OBC: ২১ থেকে ৪৩ বছর

বয়সের ছাড়

কাস্টবয়সের ছাড়
OBC০৩ বছর
SC/ST০৫ বছর
Pwd১০ বছর

বেতনক্রম

পদের নামমাসিক মাইনে
সুপারিনটেনডেন্ট১০,০০০/- টাকা প্রতিমাসে
কুক৭,০০০/- টাকা প্রতিমাসে
হেল্পার৫,০০০/- টাকা প্রতিমাসে

নিয়োগ প্রক্রিয়া

এখানে মোট ৩টি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

  1. লিখিত পরীক্ষা।
  2. ইন্টারভিউ।
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন।

৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। যারা পাশ করবে, তাদের ১০ নম্বরের ইন্টারভিউ হবে। মোট এই ৫০ নম্বরের উপর ভিত্তি করে সিলেকশন দেওয়া হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস

বিষয়নম্বর
বাংলা১০ নম্বর
ইংরেজী১০ নম্বর
অঙ্ক১০ নম্বর
সাধারন জ্ঞান১০ নম্বর
মোট নম্বর৪০ নম্বর

How to Apply

সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়াতে এখানে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট করে নেবে। এরপরে, আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরন করো।

তারপরে, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট জেরক্স করে, আবেদন ফর্মের সাথে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করো। ফর্ম জমা দিতে পারবে রেজিস্ট্রার পোষ্টের মাধ্যমে, যেকোন সরকারি কাজের দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা

সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া-১ ব্লক, ডাকঘর-বালিডাংরী, পিন-৭২১১৩৯, পূর্ব মেদিনীপুর।

ডকুমেন্ট কি লাগবে?

  1. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি (একটি আবেদন ফর্মের সাথে আঠা দিয়ে সেটে দেবেন। অন্যটি মুখবন্ধ খামের মধ্যে এমনি ভরে দেবেন)।
  2. শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট।
  3. বয়সের প্রমানপত্র।
  4. ঠিকানার প্রমানপত্র।
  5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  6. Pwd/শারিরিক প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
x
Advertisements