রাজ্যের একটি আশ্রম হোস্টেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। পুলশিটা ভোলানাথ বিদ্যানিকেতনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে নারী-পুরুষ সকলেই আবেদন জানাতে পারবে।
কি কি পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, মাসিক মাইনে, বয়সসীমা কি লাগবে? নিয়োগ কিভাবে করা হবে? আবেদন কিভাবে করবেন? এই সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হল আজকের এই প্রতিবেদনে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২৩ ডিসেম্বর ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ০৫ই জানুয়ারি ২০২৫ |
Post Name & Vacancy
পদের নাম | শুন্যপদ |
সুপারিনটেনডেন্ট | ০১ টি |
কুক | ০১ টি |
হেল্পার | ০১ টি |
মোট শুন্যপদ | ০৩ টি |
শিক্ষাগত যোগ্যতা
সুপারিনটেনডেন্ট
প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় গ্রাজুয়েট বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। নুন্যতম ছয় (০৬) মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকা চাই।
কুক
যেকোন স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, রান্না করার অভিজ্ঞতা জানা চাই।
হেল্পার
হেল্পার পদের ক্ষেত্রে কমপক্ষে অষ্টম শ্রেনী পাশ হওয়া চাই। রান্নার কাজে সাহায্য করার জন্য ‘হেল্পার’ পদে নিয়োগ করা হচ্ছে, তাই হেল্পারকে রান্নার কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীকে অবশ্যই ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।
পদের নাম | বয়সসীমা |
সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার | জেনারেল: ২১ থেকে ৪০ বছর SC/ST: ২১ থেকে ৪৫ বছর OBC: ২১ থেকে ৪৩ বছর |
বয়সের ছাড়
কাস্ট | বয়সের ছাড় |
OBC | ০৩ বছর |
SC/ST | ০৫ বছর |
Pwd | ১০ বছর |
বেতনক্রম
পদের নাম | মাসিক মাইনে |
সুপারিনটেনডেন্ট | ১০,০০০/- টাকা প্রতিমাসে |
কুক | ৭,০০০/- টাকা প্রতিমাসে |
হেল্পার | ৫,০০০/- টাকা প্রতিমাসে |
নিয়োগ প্রক্রিয়া
এখানে মোট ৩টি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
- লিখিত পরীক্ষা।
- ইন্টারভিউ।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। যারা পাশ করবে, তাদের ১০ নম্বরের ইন্টারভিউ হবে। মোট এই ৫০ নম্বরের উপর ভিত্তি করে সিলেকশন দেওয়া হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস
বিষয় | নম্বর |
বাংলা | ১০ নম্বর |
ইংরেজী | ১০ নম্বর |
অঙ্ক | ১০ নম্বর |
সাধারন জ্ঞান | ১০ নম্বর |
মোট নম্বর | ৪০ নম্বর |
How to Apply
সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়াতে এখানে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট করে নেবে। এরপরে, আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরন করো।
তারপরে, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট জেরক্স করে, আবেদন ফর্মের সাথে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করো। ফর্ম জমা দিতে পারবে রেজিস্ট্রার পোষ্টের মাধ্যমে, যেকোন সরকারি কাজের দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা
সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া-১ ব্লক, ডাকঘর-বালিডাংরী, পিন-৭২১১৩৯, পূর্ব মেদিনীপুর।
ডকুমেন্ট কি লাগবে?
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি (একটি আবেদন ফর্মের সাথে আঠা দিয়ে সেটে দেবেন। অন্যটি মুখবন্ধ খামের মধ্যে এমনি ভরে দেবেন)।
- শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমানপত্র।
- ঠিকানার প্রমানপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- Pwd/শারিরিক প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।