শুধু 10th পাশে বিনামূল্যে নার্সিং ট্রেনিং দিচ্ছে সরকার! প্রতিমাসে স্টাইপেন্ড ও চাকরি।

By: WB Tathya

On: May 27, 2025

Follow Us:

West Bengal Free Nursing Training 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একত্রিত হয়ে বিনামূল্যে নার্সিং ট্রেনিং দিচ্ছে। রাজ্য এবং দেশের অনেক মহিলাই বড় বড় স্বাস্থ্য কেন্দ্রে নার্স হিসাবে নিযুক্ত হতে চান। তবে সাধারণ নার্সিং পড়াশোনার জন্য বেরোতে হয় এন্ট্রান্স এর গণ্ডি। যেখানে অনেক সময়ই ইচ্ছুক মহিলারা অসফল হয়ে যান। তবে এবার এই সমস্ত সমস্যাগুলি ছাড়াই ট্রেনিং দিয়ে যোগ্য প্রার্থীকে এবং নিয়োগ করা হচ্ছে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে।

অনেক সময় এই সরকারি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন নার্সের প্রয়োজন হয়ে থাকে। এই কারণেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নার্সিং ট্রেনিং এর ব্যবস্থা করছে। সাধারণ ANM/GNM/B.Sc নার্সিং এর থেকে এই প্রশিক্ষণ একটু অন্যরকম। তাই এখানে আবেদন জানানোর জন্য সমস্ত পদ্ধতি আপনাদেরকে বিস্তারিতভাবে জেনে নিতে হবে।

একনজরে

প্রশিক্ষন প্রদানকারী সংস্থাSkill India
পদের নাম (GDA) General Duty Assistant
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক
আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন
আবেদনের শেষ তারিখASAP

GDA কী?

GDA কথার পুরো অর্থ হলো- General Duty Assistant। সরকারি বা বেসরকারি হসপিটালে রোগীর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য সহকারীর প্রয়োজন হয়। যেমন, রোগীর কম্পিউটারাইজড টিকিট বানানো, পেশেন্ট কেয়ার, প্রাথমিক চিকিৎসা, সেলাইন দেওয়া। এই সমস্ত কাজ এই General Duty Assistant কর্মীরা করে থাকেন।

এক্ষেত্রে নার্স ছাড়াও একাধিক পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আপনারা সেলফ এমপ্লয়েড টেলার, প্লাম্বার, স্বাস্থ্যকর্মী, সেলাই মেশিন অপারেটরসহ বিভিন্ন পদের জন্যই প্রশিক্ষণ নিতে পারবেন।

প্রশিক্ষণের ভবিষ্যৎ

সরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, প্রাইভেট হসপিটাল, নার্সিং হোম, রোগীর কফ, মুত্র, রক্ত পরীক্ষা কেন্দ্র, এক্সরে সেন্টার, ডায়গানোস্টিক সেন্টারে রোগীদের সহায়তার জন্য General Duty Assistant প্রয়োজন হয়। এই কারণে এবার সরকার নিজে থেকে একাধিক প্রশিক্ষণের মাধ্যমে General Duty Assistant নার্স তৈরি করার দায়িত্ব নিয়েছে। এই ক্ষেত্রে গতানুগতিক নার্সিং ট্রেনিংয়ের পরিবর্তে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি শিখিয়ে GDA পদে নিয়োগ করা হয়।

আবেদনের যোগ্যতা

১) শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক যোগ্যতা থাকলেই এই প্রশিক্ষণের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন।

২) বয়স সীমা- ন্যূনতম ১৮ বছর বয়স হলেই এই প্রশিক্ষণের জন্য আবেদন জানানো যাবে।

নিয়োগ পদ্ধতি

চাকরি প্রার্থীদের আবেদন জমা করার সাথে সাথে সেই আবেদনগুলি ভেরিফাই করা হবে। যোগ্য প্রার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করে তাকে ট্রেনি হিসেবে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

এই পদে আবেদনের জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে সরকারি ওয়েবসাইটে। আবেদনের সমস্ত ধাপ গুলি নিচে উল্লেখ করা হলো-

১) আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ওপেন করে skillindiadigital.gov.in/training-centres -এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

২) এরপর ওয়েবসাইটের হোমপেজে থাকা Skill Centre অপশটি বেছে নিয়ে বিভিন্ন ট্রেনিং বিকল্পগুলি দেখে নিন।

৩) এরপর উপরে থাকা Skill Courses বিভাগে গিয়ে নার্সিং ট্রেনিংয়ের জন্য Healthcare -নামক বিভাগের উপর ক্লিক করুন।

৪) এরপর আপনার কাছাকাছি এলাকায় থাকা প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে জেনে সরাসরি যোগাযোগ করুন অথবা অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করুন।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

x
Advertisements