দুয়ারে সরকার ক্যাম্পে, যেকোন প্রকল্পের স্ট্যাটাস চেক করুন! টাকা কবে পাবেন?
আপনি কি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কোনো প্রকল্পে আবেদন করেছেন? আবেদনের কি হল? কতদূর কাজ এগোলো? জানতে চান? বাড়ি বসে ফোন থেকে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন। দেখে নিন কিভাবে করতে হয়!

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে আয়োজিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প। মূলত রাজ্যবাসীর কাছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের খবর পৌঁছে দেওয়ার জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়। প্রতিবছরেই বিপুল পরিমাণে উপভোক্তা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পে আবেদন জানিয়ে থাকেন। তবে আবেদনের পরে সেই আবেদনের স্ট্যাটাস চেক করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পে আবেদন জানিয়ে ফেললেও সেই আবেদনটি ঠিকঠাকভাবে সরকারের কাছে পৌঁছিল কিনা সেই বিষয়ে জানতে পারেন না। আজকের রাজ্যের সেই সমস্ত উপভোক্তাদের জন্যেই এই প্রতিবেদনে সমস্ত প্রকল্পে আবেদনের পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটি উল্লেখ করা হলো।
কি এই দুয়ারে সরকার ক্যাম্প?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জনকল্যাণমূলক একাধিক প্রকল্প চালু রয়েছে। অথচ পশ্চিমবঙ্গ রাজ্যের দূরদূরান্তে গ্রামে বসবাসকারী মানুষদের কাছে এই সমস্ত সুযোগ-সুবিধার খবর পৌঁছায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই সমস্ত আসল উপভোক্তাদের কাছে সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয়।
২০২৫ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের আয়োজন করা হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পের। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক অঞ্চলে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বেশ কিছু প্রকল্পে আবেদন জানিয়েছেন উপভোক্তারা। কয়েক লক্ষ প্রকল্পে আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে।
দুয়ারে সরকার ক্যাম্প স্ট্যাটাস চেক
এই সমস্ত প্রকল্পের আবেদনের পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদনের স্ট্যাটাস চেক করা। আপনি যদি সঠিকভাবে আবেদন করে থাকেন তাহলে প্রকল্পের স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারবেন এই প্রকল্পের সুযোগ সুবিধা গুলি আপনি কবে থেকে পেতে চলেছেন। এই স্ট্যাটাস চেক করার পদ্ধতি নিচে আলোচনা করা হলো-

১) প্রথমেই নিজের মোবাইলে থাকা Google Chrome অ্যাপে গিয়ে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক লিখে সার্চ করে নিতে হবে।
২) এরপর দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন উপভোক্তারা।
৩) এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে নিতে হবে।
৪) এরপর আপনি যে সমস্ত প্রকল্পে আবেদন জানিয়েছেন, সেই প্রকল্পের আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।