সরকারি প্রকল্প

ছাত্র-ছাত্রী ও সাধারন মানুষেরা সব সরকারি কাজ করিয়ে নাও! কি সুবিধা থাকছে?

চলতি বছরে ২৪ শে জানুয়ারি থেকে ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হবে। দুয়ারে সরকার ক্যাম্পটি শুধুমাত্র রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া সমস্ত দিন খোলা থাকবে।

পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের উন্নতির লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা একাধিক জনহিত কর প্রকল্প চালু রয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বেকার যুবক যুবতী এমনকি কৃষকেরাও সংযুক্ত রয়েছেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

পশ্চিমবঙ্গ রাজ্যের কোন মানুষ যাতে অসহায় ভাবে জীবনযাপন না করেন, সেই দিকটি বরাবরই খেয়াল রেখে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতেই শুরু করা হলো দুয়ারে সরকার ক্যাম্প।

দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট আপডেট

দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষেরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং প্রকল্প সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পূর্বেই রাজ্যের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা গোটা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার কাজে মনোননিবেশ করেছেন মুখ্যমন্ত্রী। এই কারণে চলতি বছরে ২৪ শে জানুয়ারি থেকে ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হবে।

এই বছরে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ছাত্র-ছাত্রী এবং সাধারণ নাগরিকেরা একাধিক প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। যে সমস্ত প্রকল্পগুলিতে অনলাইন মাধ্যমে আবেদন জানানো যায় না, সেই সমস্ত প্রকল্পগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

২৪ শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পটি শুধুমাত্র রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া সমস্ত দিন খোলা থাকবে। ক্যাম্পের মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধা গুলি পাবেন তা আজকের প্রতিবেদন থেকে এখনই জেনে নিন।

ছাত্র-ছাত্রীদের জন্য প্রকল্প

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- শিক্ষাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, মেধাশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী প্রকল্প ইত্যাদি।

কৃষকদের জন্য প্রকল্প

রাজ্জাক কৃষকদের জীবন যাপন উন্নত করার জন্য কৃষক বন্ধু প্রকল্প, শস্য বীমা যোজনা, বাংলা কৃষি সেচ যোজনা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, KCC -এগ্রিকালচার ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। রাজ্যের সমস্ত কৃষকেরা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই সমস্ত প্রকল্পের আবেদন জানাতে পারবেন।

সাধারণ মানুষদের জন্য প্রকল্প

কৃষক এবং ছাত্রছাত্রী ছাড়াও বেকার যুবক-যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প, রাজ্যের মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প, প্রতিবন্ধী মানুষদের জন্য মানবিক প্রকল্প ইত্যাদি গুরুত্বপূর্ণ। এছাড়াও গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্য ছোট বড় প্রকল্প চালু করেছেন। এই সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনাকে আপনার এলাকার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements