রেশন কার্ডের গ্রাহকদের জন্য মাসের শুরুতেই চলে এলো দুর্দান্ত এই সুখবর! কী, আপনি এই বিষয়ে এখনো জানেন না? তাহলে তো আজকের প্রতিবেদনটি পড়ে নিতেই হবে। ডিসেম্বর মাসের শুরুতেই রেশন কার্ডের গ্রাহকদের জন্য দুর্দান্ত খবর ঘোষণা করে দেওয়া হলো। সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে।
প্রত্যেক মাসেই রেশন কার্ডের গ্রাহকদের কাছে SMS-এর মাধ্যমে পৌঁছে যায় রেশন সমগ্রের বিস্তারিত তথ্য। ডিসেম্বর মাসের শুরুতেও এমনটাই ঘটেছে। রেশন গ্রাহকের মোবাইল নম্বরে সরাসরি সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে রেশনের চাল ডাল আটা ইত্যাদির পরিমাণের বিবরণ। তাহলে আসুন এবার আমরা জেনে নেই কোন কোন রেশন কার্ডের থেকে কত কত খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।
রেশন কার্ডের প্রকারভেদ
- অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড
- বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) রেশন কার্ড
- অগ্রাধিকার পরিবার (PHH) রেশন কার্ড
- RKSY-1 রেশন কার্ড
- RKSY-2 রেশন কার্ড
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড: এই রেশন কার্ডটি সাধারণত ভারতবর্ষের যে সমস্ত দিন আনা দিন খাওয়া পিছিয়ে পড়া বর্গের মানুষজন রয়েছেন তাদের জন্য শুরু করা হয়েছিল। চলতি মাসে এই রেশন কার্ডের গ্রাহকেরা ২১ কেজি চাল, ১৩.৩ কেজি ময়দা বা ১৪ কেজি গম (যা পাওয়া যায়) এবং এর সাথে ১ কেজি চিনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এবং অগ্রাধিকার পরিবার (PHH) রেশন কার্ড: যে সমস্ত পরিবারের মাঝারি আয় রয়েছে অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি কে এই ধরনের বিশেষ অগ্রাধিকার পরিবার অথবা অগ্রাধিকার পরিবার হিসেবে বিবেচনা করা হয় এবং সেই প্রকারভেদ অনুসারে তাদেরকে SPHH এবং PHH রেশন কার্ড প্রদান করা হয়। এই দুই কার্ডের গ্রাহকেরা ডিসেম্বর মাসে পরিবারের প্রতি জনের হিসাবে ৫ কেজি চাল এবং ১ কেজি ময়দা বা ২ কেজি গম পেয়ে যাবেন।
RKSY-1 এবং RKSY-2 রেশন কার্ড: দেশের খাদ্য নিরাপত্তা প্রদান করার জন্য এই ধরনের কার্ড দেওয়া শুরু হয় ভারতবর্ষে। যে সমস্ত গ্রাহকের কাছে RKSY-1 রেশন কার্ড রয়েছে তারা চলতি মাসে চাল পাবেন ৫ কেজি এবং অপরদিকে RKSY-2 রেশন কার্ডের গ্রাহকেরা ২ কেজি চাল পেয়ে যাবেন।
পাহাড়ি এলাকায় বিশেষ নিয়ম
জঙ্গলমহল বা পাহাড়ের বাসিন্দাদের জন্য রেশন দেওয়ার বিষয়ে অগ্রাধিকার প্রদান করেছে ভারত সরকার। এই সমস্ত পরিবার গুলি বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনৈতিক কষ্টের সঙ্গে জীবন যাপন করে থাকেন সেই কারণেই এই পরিবারগুলিকে ভারত সরকারের পক্ষ থেকে অতিরিক্ত রেশন ব্যবস্থা প্রদান করা হয়ে থাকে।