চাকরির খবর

WEBCSC Recruitment 2025: সমবায় ব্যাঙ্কে স্থায়ী ক্লার্ক নিয়োগ হচ্ছে! মাধ্যমিক/HS পাশে আবেদন করো।

WEBCSC Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর বছরের শেষেই। ২০২৪ শেষ হয়ে 2025 সাল শুরু হতে মাত্র একদিন বাকি, এর মধ্যেই পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল।

এখানে সংস্থার একাধিক দপ্তরের কর্মী নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আরও বিশদে সব তথ্য জেনে নেওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।২০২৫ সালের পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে হবে প্রতিটি চাকরিপ্রার্থীকে।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

প্রকাশিত শর্ট বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম, আবেদনের যোগ্যতা, শূন্য পদের সংখ্যা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং মাসিক বেতনের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরা হতে চলেছে এই প্রতিবেদনের মাধ্যমে।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?

  1. অফিস অ্যাকাউন্ট্যান্ট,
  2. চিফ অ্যাকাউন্ট্যান্ট,
  3. অ্যাকাউন্ট্যান্ট,
  4. ডেয়ারি টেকনোলজিস্ট,
  5. ফিশারি বিশেষজ্ঞ,
  6. সিস্টেম বিশেষজ্ঞ।

কারা আবেদন করতে পারবেন?

ন্যূনতম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাতে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে প্রতিটি চাকরি প্রার্থীর বাংলা ভাষায় লেখা, বলা এবং বোঝার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

Read More: নতুন বছরে টানা ১ মাস ফ্রি ইন্টারনেট দেবার ঘোষণা! কিভাবে পাবেন এই অফার?

মোট কতগুলি শূন্যপদ রয়েছে?

বর্তমানে সংস্থার পক্ষ থেকে ২০২৫ সালে এই নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থীরা যাতে আগে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বিশদে শূন্য পদের সংখ্যা সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি সংস্থা।

বেতন কত পাবেন?

রাজ্য সরকারের কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর সরকারি মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে প্রার্থীদের জন্য। তাই অবশ্যই এখন থেকেই এই চাকরির নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন।

আবেদন কীভাবে জানাবেন?

webcsc.org– ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। পূর্ণ বিজ্ঞপ্তি সংস্থার পক্ষ থেকে প্রকাশিত না হওয়া পর্যন্ত আবেদন জানাতে পারবেন না চাকরি প্রার্থীরা।

নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা বিচার করে নিয়োগ করা হবে। সবশেষে, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ

এই নিয়োগ সম্পর্কিত শর্ট নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশিত করে দিয়েছে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন। সূত্রের খবর অনুযায়ী অতি শীঘ্রই বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে সংস্থার পক্ষ থেকে। কতদিন পর্যন্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিয়মিত সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button