ক্লার্কশিপ পরীক্ষা 2025! নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল WBPSC। আবেদন শুরু অনলাইনে।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। কমিশনের পক্ষ থেকে সম্প্রতি PSC মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হল। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই নিজেদের পরীক্ষার বিবরণ এবং পরবর্তী পরীক্ষার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণভাবে পড়ে নেবেন।
২০২৩ সালের WBPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা কয়েক মাস আগেই অনুষ্ঠিত হয়েছে। একাধিক শিফটের মাধ্যমে এই পরীক্ষাটির আয়োজন করেছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | 23/12/2024 |
উভয় পরীক্ষার দ্বারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে যোগ্য চাকরিপ্রার্থীদের। এই বিষয়ে প্রতিযোগিতাও রয়েছে অত্যধিক বেশি। তবে এবারে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোন বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সেটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
WBPSC Clerckship Exam 2025
গতকাল অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসের ২৩ তারিখেই অফিশিয়াল ভাবে পরবর্তী ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে ২০২৪ সালের পরীক্ষার বিষয়ে শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে।

যেখান থেকে জানা যাচ্ছে যে অতি শীঘ্রই ২০২৪ সালের WBPSC ক্লাসীপ এবং মিসলেনিয়াস পরীক্ষা দুটি অনুষ্ঠিত হতে চলেছে এবং এর জন্য আবেদন গ্রহণ শুরু হবে।
তবে এখনও পর্যন্ত এই দুটি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, শূন্য পদের সংখ্যা এবং অন্যান্য বিবরণ প্রকাশিত হয়নি। সংস্থার পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে যে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিতভাবে নজর রাখবেন।
WBPSC Miscellaneous 2024 Recruitment
চাকরিপ্রার্থীদের জন্য জানিয়ে রাখা ভালো যে PSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটি পরীক্ষাতেই ন্যূনতম যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন এবং উভয় ক্ষেত্রেই ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ থাকে।
যেহেতু সরকারি ভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এই নিয়োগ হয়ে থাকে, তাই সংরক্ষিত শ্রেণীর সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য সরকারি নিয়মের হিসাবে নির্ধারিত পরিমাণ বয়সের ছাড় প্রদান করা হয়ে থাকে।
গত বছর বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী এই দুই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আবেদন জানিয়েছিলেন। তাই এই বছরও এই দুই পরীক্ষায় প্রতিযোগিতার পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকবে বলেই আশা করা হচ্ছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই এখন থেকেই নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিন।