২০২৫ সালে PSC-র আট’টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ! একনজরে দেখে নাও।
গোটা একটি বছর ধরে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ স্থগিত ছিল, যার ফলে তৈরি হয়েছে বিশাল শূন্য পদ। এবার সেই শূন্যপদ গুলি পূরণ করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে WBPSC। যার জন্য একের পর এক নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে।

নতুন বছরের শুরুতেই একের পর এক ধামাকা দিয়ে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ২০২৪ সালের বিভিন্ন ঘটনার কারণে পশ্চিমবঙ্গ রাজ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এই কারণে যোগ্য চাকরি প্রার্থীরাও চাকরির পরীক্ষা দিয়ে সরকারি কর্মী হিসেবে নিযুক্ত হতে পারেননি।
গোটা একটি বছর ধরে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ স্থগিত ছিল, যার ফলে তৈরি হয়েছে বিশাল শূন্য পদ। এবার সেই শূন্যপদ গুলি পূরণ করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে WBPSC। যার জন্য একের পর এক নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে। বছরের শুরুতেই কোন কোন পরীক্ষাগুলির নোটিফিকেশন প্রকাশ করা হলো সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হলো আজকের প্রতিবেদনে।
1) WBPSC IDO RECRUITMENT
রাজ্যের গ্রাজুয়েট চাকরিপ্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ হওয়ার একটি দুর্দান্ত সুযোগ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন।
এই পদের কর্মীরা কত বেতন পাবেন অথবা কোন পদ্ধতিতে তাদের নিয়োগ করা হবে এই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে চাকরি প্রার্থীরা এই বিষয়ে সমস্ত তথ্য জেনে যাবেন।
2) WBPSC CLERKSHIP EXAMINATION
২০২৩ এর পরে ২০২৪ সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে WBPSC। এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন। এর পাশাপাশি এই পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী হিসেবে নিয়োজিত হওয়ার সুযোগ রয়েছে। এখানে প্রতিটি দপ্তরে নিযুক্ত কর্মীরা ভালো মানের বেতনের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সক্ষম হবেন।
3) WBPSC LDA RECRUITMENT
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই পদেও চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি প্রাণিসম্পদ বিকাশ প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে প্রতিটি চাকরি প্রার্থীর কাছে।
4) WBPSC MISCELLANEOUS EXAMINATION
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যোগ্য কর্মীদের নিয়োগ করার জন্য সম্প্রতি শর্ট নোটিফিকেশন প্রকাশ করেছে WBPSC। এক্ষেত্রে সরাসরি অফিসার পদে নিয়োজিত হওয়ার সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। যেখানে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন জানানো যাবে। এখানে নূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগও রয়েছে।
5) FOOD PROCESSING OFFICER
রাজ্য সরকারের খাদ্য দপ্তরে অফিসার পদে কর্মী নিয়োগের জন্য শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই পদের শিক্ষাগত যোগ্যতা, বেতন সীমা ইত্যাদি এখনো পর্যন্ত প্রকাশ করেনি WBPSC। ২০২৫ সালে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি গুলি প্রকাশিত হলে এই সমস্ত তথ্যগুলি পরিষ্কারভাবে জানা যাবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
6) ASSISTANT TEACHER
পশ্চিমবঙ্গ রাজ্যে বহু দিন ধরে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ স্থগিত ছিল। এর ফলে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের। তবে এবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে যে বাণিজ্য বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগের বিভিন্ন বিষয়ের শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে শুধুমাত্র বাংলা বিদ্যালয় গুলিতেই নয়, রাজ্য সরকারের অন্তর্গত ইংরেজি মাধ্যম বিদ্যালয় গুলিতেও নিয়োগ করা হবে একাধিক শিক্ষক-শিক্ষিকা। বিশদে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
7) MOTOR VEHICLE INSPECTOR RECRUITMENT
পশ্চিমবঙ্গ রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১৮ থেকে ৩৯ বছর বয়সি চাকরি প্রার্থীদের মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে নিয়োগ করার শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে।
এর পাশাপাশি স্নাতক যোগ্যতা থাকলে তবেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত তথ্য জানার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে চাকরিপ্রার্থীদের।
8) WBPSC DRAFTSMAN RECRUITMENT
পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটিতে ড্রাফ্টসম্যান পদে একাধিক কর্মী নিয়োগ হতে চলেছে নতুন বছরে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে শর্ট নোটিফিকেশন। এই পদে আবেদনের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সম্পর্কে এখনো পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত না হলে এই বিষয়ে কোনো রকম তথ্য জানা সম্ভব হবে না।
উপরে উল্লেখ করা প্রতিটি পদে ২০২৫ সালের মধ্যেই কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের জন্য এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের পূর্বেই চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
প্রতিটি পদের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে শর্ট নোটিফিকেশন প্রকাশ পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী আর মাত্র কিছুদিনের মধ্যেই একের পর এক নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে WBPSC। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখন থেকেই পরবর্তী পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিতে থাকুন।