চাকরির খবর

জব ফেয়ার ২০২৫ শুরু! ১৬টি কোম্পানি বিনামুল্যে চাকরির সুযোগ।

জব ফেয়ারে একসাথে ১৬টি নামকরা কোম্পানি থাকবে। চাকরি প্রার্থীরা কম করে ৩টি কোম্পানিতে একসাথে ইন্টারভিউ দেবার সুযোগ পাবে।

সমস্ত কর্ম প্রার্থীদের জন্য রয়েছে দারুন বড় সুখবর! রাজ্যে চালু হচ্ছে Job Fair বা চাকরির মিলন মেলা। যেখানে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

এই জব ফেয়ারে একসাথে ১৬টি নামকরা কোম্পানি থাকবে। চাকরি প্রার্থীরা কম করে ৩টি কোম্পানিতে একসাথে ইন্টারভিউ দেবার সুযোগ পাবে। এখানে আবেদন করার জন্য, ইন্টারভিউ দেবার জন্য এবং চাকরি পাবার জন্য কোনপ্রকার টাকা/পয়সা লাগবে না।

Important Dates

Online Application Starting09/12/2024
Application Last Date20/12/2024

আয়োজক সংস্থা

West Bengal Minorities Development and Finance Corporation (WBMDFC) সংস্থা রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের কথা ভেবে এই জব ফেয়ার বা চাকরির মিলন মেলার আয়োজন করছে।

Post Name

Company NameJob Role
Aimhigh High HR solutionBack Office
Banabithi ResortHouse Keeping
Bengal Beverages Pvt LimitedSales Excutive
Bhart Financial Inclusion LTDField Assistant
Big BasketBiker
Blue Dart Express LtdBiker
Delhivery LimitedBiker
Dhosa Fincare Pvt LtdCredit Officer
EME AcademyAcademic Counselling
FlipkartBiker
Integrated Personnel Services LimiHelper
KPILFormwork Carpenter
Lead HeightSales Manager
Moreish Foods LimitedEV Driver with Sales
Purti Vanaspati Pvt. Ltd.Field Sales
Switz FoodzInhouse Operations

Education Qualification & Salary

উপরের যেকোন পদে আবেদন করতে চাইলে, প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক (10th Pass) পাশে করতে হবে। এছাড়া, উচ্চমাধ্যমিক পাশ, গ্রাজুয়েশন পাশেও আবেদন করা যাবে।

Monthly Salary

WBMDFC ওয়েবসাইটে উপরিউক্ত সবকটি পদের মাইনে বলা রয়েছে, ১৫,০০০/- টাকা প্রতিমাসে। তবে, ইন্টারভিউতে আসল মাইনে ঠিক হবে। মাইনে নির্ভর করবে কোন পোষ্টে কাজ পাবেন? কোন কোম্পানিতে কাজ পাবেন? এবং ফ্রেশার ও অভিজ্ঞতার উপর।

Age Limit

আবেদনকারী প্রার্থীর বয়সসীমা হতে হবে নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৩৫ বছরের মধ্যে। যেহেতু প্রাইভেট সংস্থায় চাকরি, তাই বয়সের উর্ধসীমায় কোনো ছাড় পাবেন না।

Job Fair কোথায় হবে?

Job Fair AdressPark Circus Maidan Suhrawardy Ave, Beniapukur, Kolkata, West Bengal 700017
WBMDFC Job Fair 2025
WBMDFC Job Fair 2025 Officia Website

কত তারিখে Job Fair হবে?

02/01/2025 তারিখ থেকে 07/01/2025 তারিখ পর্যন্ত এই চাকরির মেলা চলবে। তুমি কোন তারিখে ইন্টারভিউ দিতে যাবে, তা অনলাইনে আবেদন করার পরে, রেজিস্ট্রার ফোন নম্বরে SMS করে জানিয়ে দেবে।

How to Apply

সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে প্রার্থীদের এখানে আবেদন জানাতে হবে। আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনের নীচে দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করবেন।

আবেদনের শেষে একটি একনলেজমেন্ট স্লিপ পাবেন, যেটা প্রিন্ট করে রেখে দেবেন। এরপরে, নির্দিষ্ট দিনে জব ফেয়ারে ইন্টারভিউ দিতে যাবেন। ইন্টারভিউ দিতে ঢোকার সময় এই একনলেজমেন্ট স্লিপের প্রিন্ট টি লাগবে।

WBMDFC Job Fair 2025
WBMDFC Job Fair 2025 Online Application Form

মনে রাখবেন, একনলেজমেন্ট স্লিপের প্রিন্ট ছাড়া ইন্টারভিউ দিতে পারবেন না। আপনাকে ঢুকতেই দেবে না। গেট থেকেই বের করে দেবে।

গুরুত্বপূর্ণ তথ্য

১) অনলাইনে ফর্ম ফিলাপ করবার সময় আবেদনকারীর একটি বায়োডাটা আপলোড করতে হবে। JPEG/JPG/PNG/PDF এই ফরম্যাটে সর্বচ্চ 1MB এর মধ্যে।

২) কোন লোকেশনে জব করতে চান, তা ফর্ম ফিলাপ করার সময় বেছে নেবেন। তিনটি অপশন পাবেন- ১) কলকাতার মধ্যে, ২) কলকাতার বাইরে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, ৩) পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements