২০২৫ সালে জয়েন্ট এন্ট্রাস এক্সাম কবে? পরীক্ষার তারিখ ঘোষণা করল বোর্ড!
সম্প্রতি ২০২৫ সালে কোন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হতে চলেছে সেই বিষয়ে বিশদে তথ্য জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে।

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রচুর ছাত্রছাত্রীর বর্তমানে উচ্চশিক্ষার ইচ্ছা থাকে। এর পাশাপাশি ভবিষ্যতে নিজে কোন পেশার সাথে যুক্ত হবেন সেই বিষয়েও চিন্তাভাবনা শুরু হয়ে যায় এই সময় থেকেই। তবে ভারতবর্ষে বিভিন্ন আলাদা আলাদা কোর্সে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ধরনের এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়।
এরমধ্যে অন্যতম হলো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা JEE। ২০২৫ সালের এই পরীক্ষা সম্পর্কে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশিত করে দেওয়া হয়েছে বিভিন্ন তথ্য। তাই আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে চাওয়া শিক্ষার্থীরা অবশ্যই এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকের প্রতিবেদনটি পড়ে নিন।
সম্প্রতি ২০২৫ সালে কোন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হতে চলেছে সেই বিষয়ে বিশদে তথ্য জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে। এই পরীক্ষা দিতে গেলে কোন কোন বিষয়গুলি মেনে চলতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
WBJEE 2025-এর মাধ্যমে কোন কোন পেশার সঙ্গে যুক্ত হওয়া যায়?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বিভিন্ন ধরনের প্রেশার সঙ্গে যুক্ত হওয়ার আলাদা আলাদা পথ নির্বাচন করে নিতে হয় শিক্ষার্থীদের। তবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফার্মাসি, আর্কিটেকচার ইত্যাদি বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে পারবেন শিক্ষার্থীরা।
আসলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হল এক ধরনের প্রবেশিকা পরীক্ষা যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে উপরে উল্লেখিত বিষয়গুলি নিয়ে পড়াশোনার করার সুযোগ পাওয়া যায়। এই পরীক্ষার মেধা তালিকার উপর নির্ভর করে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে স্থান পাওয়া যায়।
Eligibiliti Criteria
১) ইচ্ছুক ছাত্রছাত্রীরা ১৭ বছর বয়স থেকে এই পরীক্ষাটি দিতে পারেন।
২) এক্ষেত্রে পরীক্ষা দেওয়ার কোন ঊর্ধ্ব বয়স প্রয়োজন হয় না। অর্থাৎ একজন শিক্ষার্থী তার ইচ্ছামত বেশ কয়েকবার এই পরীক্ষাটি দিতে পারেন।
৩) জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে উত্তীর্ণ হতে হয়।
Exam Date
২০২৪ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে ২০২৫ সালের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে যে ২০২৫ সালের এপ্রিল মাসের ২৭ তারিখ রবিবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তাই ইচ্ছুক ছাত্রছাত্রীদের এখন থেকেই পুরো দমে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে হবে।