এই প্রকল্পে ১০০০ টাকা বাড়িয়ে ১৮০০ করা হল! বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মাসের শুরুতেই নতুন খবর! পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে দেশ ছাড়িয়ে বিদেশে। তবে এবার আবারো এক বড় ধামাকাণ্ড পশ্চিমবঙ্গ রাজ্য সরকার! এক লাফ দিয়ে বিশেষ এই প্রকল্পের মাসিক ভাতা ১০০০ টাকা থেকে বেড়ে হল ১৮০০ টাকা। এই প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বিশদে জানার জন্য অবশ্যই চোখ রাখুন আজকের প্রতিবেদনটিতে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অন্যতম বহুল আলোচিত প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের ২৫ বছরের ঊর্ধ্বে বয়সী মহিলারা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এক্ষেত্রে সমাজের সাধারণ মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতির উপজাতি এবং আদিবাসী শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা করে আর্থিক ভাতা পেয়ে থাকেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য প্রচলিত রয়েছে আরও বেশ কয়েকটি জনপ্রিয় প্রকল্প। যেগুলোর মধ্যে রয়েছে- কন্যাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, মানবিক প্রকল্প, জয় জোহর প্রকল্পে , যুবশ্রী প্রকল্প ইত্যাদি। পশ্চিমবঙ্গের মানুষদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির দিকে খেয়াল রেখে এই সমস্ত প্রকল্পগুলি চালু রেখেছে পশ্চিমবঙ্গের মমতা সরকার। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমেই পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা প্রতি মাসে আর্থিক ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারের পক্ষ থেকে।
এছাড়াও এই সমস্ত প্রকল্পগুলির বিভিন্ন সুবিধা যাতে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছে যায় সেই জন্য বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েত এলাকাগুলোতে দুয়ারে সরকার ক্যাম্প চালানো হয়। এই ক্যাম্প গুলির মাধ্যমে রাজ্যবাসীর কাছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা যুক্ত প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজ্যের মানুষের বিভিন্ন সুবিধা এবং অসুবিধার কথা সম্পর্কে বিশদে জানা হয়। এবং পরবর্তী সময়ে সেই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারে পশ্চিমবঙ্গের নতুন এক প্রকল্পের অর্ধেক ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত শুক্রবার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি সময়ে পশ্চিমবঙ্গের বিশিষ্ট জেলা ঝাড়খণ্ডের আদিবাসী দিবসে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আদিবাসী জনজাতির উন্নয়নের দিকটি ক্ষতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বিরসা মুন্ডার ১৫০ জন্ম বার্ষিকীতে তিনি সরাসরি আদিবাসী খাতে রাজ্যের বাজেট বৃদ্ধি করার ঘোষণা করেন।
এবার এই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত সম্মুখে এলো। পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প জয় জোহর প্রকল্পে‘ পেনশন গ্রাহকদের প্রতি মাসের পেনশন ১০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮০০ টাকা করা হলো। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য ৩১০ টি হোস্টেলের প্রতিষ্ঠা করা হবে বলেও জানানো হয়েছে।