আবারো রাজ্য জুড়ে বিপুল পরিমাণে শূন্যপদে হোমগার্ড নিযুক্ত হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার রাজ্যের পুলিশ বিভাগের বিপুল পরিমাণে কর্মী নিয়োগের তথা ঘোষণা করেছিলেন। আসলে বিগত বেশ কিছুদিন ধরে কলকাতা পুলিশ সহ রাজ্যের বিভিন্ন পুলিশি দপ্তরে পদগুলিতে কর্মী নিয়োগ বন্ধ ছিল। এই কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল গোটা রাজ্যের আইনি ব্যবস্থাকে।
সেই কারণে পুলিশি বিভাগের কর্মী নিয়োগের বিষয়টিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছিল। সম্প্রতি এই বিষয়ে নবান্নের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরা অবশ্যই আজকের প্রতিবেদন থেকে রাজ্যের পুলিশ বিভাগে হতে চলা বিপুল নিয়োগ সম্পর্কিত তথ্য গুলি বিশদে জেনে নিন।
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মোট ৫০০ টি শূন্যপদে হোমগার্ড নিয়োগের বন্দোবস্ত করা হচ্ছে। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই রাধে রাধিকারিক ডক্টর নবান্নের তরফে একটি অনুমোদন পত্র পাঠানো হয়েছে কলকাতায় অবস্থিত লালবাজারে। নতুন অর্থবছর শুরুতেই এই বিপুল পরিমাণে নিয়োগ দিয়ে করা হবে বলে জানা যাচ্ছে।
পুলিশি কাজে সিভিক ভলেন্টিয়ারের স্থান
পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিমধ্যেই পুলিশের একাধিক কাজের সহায়তার জন্য সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের প্রয়োজনে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের স্থায়ী চাকরি এবং একাধিক সুযোগ-সুবিধা বর্তমানে প্রদান করা হচ্ছে। এর পাশাপাশি স্বাস্থ্য বীমা থেকে শুরু করে পূজোর সময় অতিরিক্ত বোনাস সব কিছুর ব্যবস্থায়ী রয়েছে এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য।
গোটা পশ্চিমবঙ্গের একাধিক আইনি সংরক্ষা সংক্রান্ত বিষয়গুলিতে পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা অতিরিক্ত পরিমাণে সহায়তা করে থাকেন। এই কাজের সাথে বর্তমানে প্রচুর যোগ্য ব্যক্তি যুক্ত রয়েছেন। সম্প্রতি নবান্ন তরফে বিপুল পরিমাণে হোমগার্ড নিয়োগের দিকে রাজ্য অগ্রসর হলেও এ ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ সুযোগ-সুবিধা থাকতে পারে বলে জানানো হয়েছে।
হোমগার্ড নিয়োগে সিভিক ভলেন্টিয়ারদের অবস্থান
পশ্চিমবঙ্গ রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের অতিরিক্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে এই কাজের সাথে যুক্ত থাকা যোগ্য ব্যক্তিদের পদোন্নতের দিকে দৃষ্টিপাত করেছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে এবারে হোমগার্ড নিয়োগের সময় ৫০ জন যোগ্য সিভিক ভলেন্টিয়ারকে হোমগার্ড পদে প্রোমোশন দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যদিও এক্ষেত্রে উপযুক্ত নিয়োগ পদ্ধতি অবলম্বন করেই সকল চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
হোমগার্ড পদে নিয়োগ পদ্ধতি
পুলিশ সূত্রে প্রকাশিত তথ্য অনুসারে, উল্লেখিত পদে যে সমস্ত কর্মীরা আবেদন জানাতে ইচ্ছুক হবেন তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। এই লিখে তো পরীক্ষাটি মোট ৬০ নম্বরের হতে চলেছে।
শুধুমাত্র অনভিজ্ঞ ব্যক্তিদের জন্যই নয়, বরং অভিজ্ঞ সেবিক ভলেন্টিয়ারদের পদোন্নতির জন্যেও এই লিখিত পরীক্ষাটি অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার আয়োজন করার জন্য একটি অতিরিক্ত এনরোলমেন্ট কমিটির গঠন করা হবে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে। এই প্রশিক্ষণ ব্যবস্থার সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের হোমগার্ড পদে নিযুক্ত করা হবে। লালবাজার সূত্রের খবর অনুসারে, ইতিমধ্যেই এই নিয়োগের বিষয়ে যথেষ্ট পরিমাণে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আগামী অর্থবছর শুরু হওয়ার প্রায় সাথে সাথেই এই নিয়োগের বাস্তবতা লক্ষ্য করা যাবে।
হোমগার্ড নিয়োগের কারণ
২০২৪ সালের জানুয়ারি মাসে পঞ্চায়েত ভোট সংক্রান্ত গোলযোগের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাঙ্গড় এলাকা অধিগ্রহণ করে কলকাতা পুলিশ। এর ফলে কলকাতা পুলিশের আওতায় থাকা ৩২৪ বর্গ কিমি এলাকা বৃদ্ধি পেয়ে ৫৩০ বর্গকিমি হয়ে গিয়েছে। যার কারনে সমগ্র এলাকার শাসনব্যবস্থা সঠিকভাবে বজায় রাখার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে। এই উদ্দেশ্যেই এবার নবান্নের পক্ষ থেকে কলকাতা লালবাজার এর কাছে নিয়োগের ছাড়পত্র পাঠানো হয়েছে।