ডিফেন্সে চাকরি ৮৬৬ শুন্যপদে! উচ্চমাধ্যমিক পাশে আবেদন চলছে।
দেশের বিভিন্ন বড় বড় পরীক্ষাগুলি সঞ্চালনা করে থাকে UPSC। এবারের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন সহ বিভিন্ন দক্ষতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো।

উচ্চ মাধ্যমিক পাস করলেই এবার চাকরির সুযোগ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের নিয়োগ কারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা এক কথায় UPSC। দেশের বিভিন্ন বড় বড় পরীক্ষাগুলি সঞ্চালনা করে থাকে UPSC। এবারের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন সহ বিভিন্ন দক্ষতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো।
এই প্রতিবেদনের মাধ্যমে ইউপিএস এর দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন এর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ | ১১/১২/২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ৩১/১২/২০২৪ |
পরীক্ষার তারিখ | ১৩/০৪/২০২৫ |
যে যে বিভাগে নিয়োগ হতে চলেছে?
- Indian Naval Academy,
- Air Force Academy,
- Indian Military Academy,
- Indian Navy,
- Indian Army
- Air Force National Defense Academy,
- Officers Training Academy etc.
Vacancy
Post Name | Vacancy |
ইন্ডিয়ান নেভাল একাডেমি | ৩২ টি |
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি | ১০০ টি |
এয়ার ফোর্স একাডেমি | ৩২ টি |
নেভাল একাডেমি | ৩৬ টি |
অফিসার্স ট্রেনিং একাডেমি | ২৯৬ টি |
জাতীয় প্রতিরক্ষা একাডেমি (বিমান বাহিনী) | ১২০ টি |
জাতীয় প্রতিরক্ষা একাডেমি (নৌবাহিনী) | ৪২ টি |
জাতীয় প্রতিরক্ষা একাডেমি (সেনা) | ২০৮ টি |
মোট শূন্যপদ | ৮৬৬ |
শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে চাকরি প্রার্থীদের আবেদনের জন্য নূন্যতম উচ্চ মাধ্যমিক অথবা বিটেক অথবা স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। কোন কোন পদের জন্য কেমন যোগ্যতার প্রয়োজন হবে সেই বিষয়ে বিশদে জেনে নেওয়ার জন্য অবশ্যই UPSC র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে তবেই আবেদন করবেন।
মাসিক বেতন
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা পদ অনুসারে বেতন কাঠামো আলাদা নির্ধারণ করা হয়ে থাকে। এই বিষয়ে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে দেখে নিতে হবে।
How to Apply
১) ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদনের জন্য ইউপিএসসি এর অফিসিয়াল পোর্টালে (upsc.gov.in) প্রবেশ করুন।
২) এরপর সংস্থার পক্ষ থেকে প্রকাশিত official বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিন।
৩) তারপর আবেদন করার জন্য অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি খুলে ভালোভাবে সঠিক বিবরণের সাথে পূরণ করুন।
৪) আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিন।
৫) সমস্ত আবেদনপত্র পূরণ হয়ে গেলে আবেদন মূল্য প্রদান করে আবেদন পত্রটি সাবমিট করে দিন।
আবেদন মূল্য
ST, SC and women | No Fees |
General, OBC, EWS | Rs.200/- |
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।