Tata Steel Recruitment 2025: ইন্টারভিউ এর মাধ্যমে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করছে টাটা স্টিল! মাধ্যমিক পাশেই আবেদন।
মাধ্যমিক পাশ যোগ্যতায় ভালো একটি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সেই দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে টাটা স্টিল। সম্প্রতি বিপুল পরিমাণ শূন্য পদে বিভিন্ন যোগ্যতায় চাকরিপ্রার্থীদের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এখনই বিস্তারিত জেনে নিন...

Tata Steel Recruitment 2025: রতন টাটার বিশ্বস্ত সংস্থায় এবারে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ হচ্ছে। এখানে একাধিক পদে বিভিন্ন যোগ্যতায় আপনারা আবেদন জানাতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাস করলেই বিভিন্ন পদের আবেদনের সুযোগ থাকতে চাকরিপ্রার্থীদের জন্য। আজকের দিনে একটি চাকরি সকলেরই অত্যন্ত প্রয়োজন। তাই পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিয়োগের সমস্ত বিবরণ জেনে নিন।
আজকের প্রতিবেদনে পদের নাম, বিভিন্ন পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত তথ্যগুলি উল্লেখ করা হলো। পুরুষ মহিলা নির্বিশেষে ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখান থেকেই সহজ ভাষায় সমস্ত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
Tata Steel Recruitment 2025 Details:
নিয়োগ কারী সংস্থা | Tata Steel |
পদের নাম | বিবিধ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
নিয়োগ পদ্ধতি | অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউ |
আবেদনের শেষ তারিখ | ASAP |
টাটা স্টিল সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। তাই চাকরিপ্রার্থীরা যত তাড়াতাড়ি আবেদন জানাবেন, তত তাড়াতাড়ি চাকরি পাওয়ার সুযোগ থাকবে।
বিভিন্ন পদের বিবরণ (Tata Steel Recruitment 2025)
Product Manager
Manager
Sr. Manager
Officers
Deputy Director
Sr. Account Officer
Assistant Account Officer
Engineer
Technician
Accountant
Stenographer
Assistant
Grouo D and Other Vacancies
মাসিক বেতন
উপরে উল্লেখিত পদগুলিতে বিভিন্ন যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যোগ্যতা, অভিজ্ঞতা এবং পদের প্রকৃতির উপর নির্ভর করে নিযুক্ত কর্মীদের পৃথক বেতন সীমা থাকবে (Tata Steel Recruitment 2025)। তবে এক্ষেত্রে বেশিরভাগ পদের ক্ষেত্রেই মূল বেতন ৩২ হাজার টাকা থেকে শুরু করে ৭৫ হাজার টাকার মধ্যে হবে।
বয়স সীমা
ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের চাকরি প্রার্থীরা এখানে বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। বিশেষজ্ঞ পদ গুলিতে অবশ্যই অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Tata Steel Recruitment 2025)
এখানে গ্রুপ ডি, স্টেনোগ্রাফার, এসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে মাধ্যমিক যোগ্যতাতেই আপনারা আবেদন জানাতে পারবেন।
Read more:
- এইট পাশে কর্মী নিয়োগ করছে বিমান সংস্থা। সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ!
- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ভারতীয় কৃষি দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে! যোগ্যতা গুলি জানুন এখনই।
- সেরা ব্র্যান্ডের AC কিনুন 30,000/- টাকায়! বাম্পার ডিসকাউন্ট Amazon -এ।
অপরদিকে বিভিন্ন উচ্চতর ম্যানেজার কিংবা টেকনিশিয়ান পদের জন্য সেই পদের সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে টেকনিশিয়ান পদের জন্য ইঞ্জিনিয়ারিং যোগ্যতা এবং ম্যানেজার ও উচ্চতর বিভিন্ন পদের জন্য পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি পর্যন্ত প্রয়োজন হতে পারে। এর পাশাপাশি উঁচু পদের জন্য অবশ্যই প্রয়োজনীয় অভিজ্ঞতা দরকার হবে।
নিয়োগ পদ্ধতি
প্রতিটি পদেই আবেদনের পর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। তাই সবার আগে আপনাদের আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি
অনলাইন মাধ্যমে আবেদনের জন্য প্রথমেই টাটা স্টিলের ওয়েবসাইটে থাকা ‘ক্যারিয়ার’ অপশনটি বেছে নেবেন। এরপর অনলাইন মাধ্যমেই আপনার উপযুক্ত পদটি বেছে নিয়ে নাম রেজিস্ট্রেশন করবেন। এরপর আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই একটি ভালো বায়োডাটা বা সিভি জমা করে দিতে হবে।