এই ব্যবসা শুরু করলেই, মাসে ৬০,০০০ টাকা আয়ের গ্যারান্টি! দেখে নিন কিভাবে করবেন?

আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের বেকারত্বের সমস্যা নিয়ে দিন যাপন করছেন বহু যুবক যুবতী। তবে সরকারি কিংবা বেসরকারি দপ্তরে প্রতিনিয়ত চাকরির প্রচেষ্টার না চালিয়ে যদি আপনি একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া খুঁজে বার করতে পারেন তাহলে আপনার কাছে রোজগার করাটা এমন কিছু বড় ব্যাপার হয়ে দাঁড়াবে না।

সত্যি কথা বলতে ছোটখাটো কয়েকটি জনপ্রিয় ব্যবসা (Businesss) শুরু করতে পারলে কিন্তু রমরমিয়ে বেড়ে উঠতে পারে আপনার ব্যাংক ব্যালেন্স। মাত্র কয়েক বছর এমনকি কয়েক মাসের মধ্যেই হয়ে উঠতে পারেন আপনি বড়লোক!

Whatsapp Channel Follow
Telegram Channel Join

কি, বিশ্বাস হচ্ছে না? তাহলে আজকের প্রতিবেদন থেকে এই দুর্দান্ত ব্যবসার আইডিয়াটি জেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্বল্প পুঁজের (Low Capital) মাধ্যমে দুর্দান্ত ব্যবসা করে কোটিপতি হয়ে উঠুন। কোন ব্যবসার কথা আমরা বলছি? এই ব্যবসা শুরু করতে কত মূলধন লাগবে? কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি নিমেষের মধ্যে বড়লোক হয়ে উঠতে পারবেন?

স্বল্প মূলধনের ব্যবসার উপায়

একটি ব্যবসা শুরু করার ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি হয়তো প্রচুর মূলধন লাগবে, তবে একটি ব্যবসা সঠিক জায়গায় যেতে পারবে। কিন্তু আসলে এমনটা একেবারেই নয়। ব্যবসার ক্ষেত্রে স্বল্প মূলধন বিনিয়োগ করে ব্যবসায়িক বুদ্ধির সহায়তায় ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা যে দুর্দান্ত ব্যবসা নিয়ে কথা বলতে চলেছি তা হল জনপ্রিয় এলাকায় চায়ের ব্যবসা।

চায়ের ব্যবসা

কথাটি শুনেই হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ নাক সিটকে উঠবেন। কিন্তু ব্যবসায়িক বুদ্ধি দিয়ে আপনি যদি ভেবে দেখেন, তাহলে একটি চায়ের ব্যবসা শুরু করেই বিপুল পরিমাণে উন্নতি করা সম্ভব। ভারতবর্ষের বিভিন্ন মানুষের প্রতিদিনের সঙ্গী হল চা।

এই দেশে চা প্রেমীদের সংখ্যা মোটেই কম নয়। তাই আপনি যদি একটি সুস্বাদু চা তৈরি করে অফিস বা কলেজ এলাকার মধ্যে একটি দোকান খুলে বসতে পারেন তাহলে আপনার লাভ কেউ আটকাতে পারবেনা।

চায়ের ব্যবসায় উন্নতির কৌশল

যেকোনো ব্যক্তি অত্যন্ত সহজেই একটি চায়ের ব্যবসা শুরু করতে পারেন। এর ক্ষেত্রে আপনি আধুনিক পদ্ধতি ব্যবহার করে চায়ের একটি দোকান বা স্টল খুলে সুন্দর করে সাজিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন। পাশাপাশি চায়ের ব্যবসা শুরু করতে অবশ্যই একটি আকর্ষণীয় দোকানের নাম ভাবতে হবে।

দোকানের নাম এবং তার সাজসজ্জা দেখে বহু মানুষ বিশেষত মধ্যবিত্ত মানুষ আপনার দোকানের দিকে আকৃষ্ট হবে। এরপর আপনাকে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্রাহকদের কাছে চা সরবরাহ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার স্টলে (Stall) চায়ের পাশাপাশি টা অর্থাৎ বিস্কুট বা কেকের বন্দোবস্তও করতে হবে। যার ফলে আপনার ব্যবসায় অতিরিক্ত রোজগার (Earning) হবেই।

চায়ের ব্যবসা শুরু করার মূলধন

সবার প্রথমেই চায়ের ব্যবসা শুরু করতে আপনাকে একটি দোকান খুলতে হবে। আপনি প্রয়োজনে দোকানটি ভাড়া নিয়ে অথবা নিজে কিনে ব্যবসাটি শুরু করতে পারেন। চায়ের স্টলের জন্য একটি দোকান খোলা, এবং এর জন্য প্রয়োজনীয় কাপ, গ্যাস, থালা-বাসন, চেয়ার-টেবিল ইত্যাদি মিলিয়ে মূলধন হিসেবে আপনাকে প্রাথমিকভাবে বিনিয়োগ করতে হবে মোটামুটি ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা মত। পরবর্তীকালে বিভিন্ন সমস্যা এড়ানোর জন্য অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব FSSI এর লাইসেন্স করিয়ে নেবেন।

চায়ের ব্যবসা করে লাভের পরিমাণ

‘চায়ের ব্যবসা’ কথাটি শুনতে খুব সাধারণ মনে হলেও এর থেকে প্রতিদিনে বিপুল পরিমাণে রোজগার হতে পারে। বর্তমানে কলকাতার বাজারে প্রতি কাপ চায়ের দাম মোটামুটি ৫ টাকা থেকে ১০ টাকার মধ্যে রয়েছে।

অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি ১০ টাকা করে প্রতি কাপ চা একটি জনপ্রিয় এলাকায় মোটামুটি ২০০ কাপ বিক্রি করতে পারেন, একদিনেই আপনার রোজগার হয়ে যাবে ২০০০ টাকা অর্থাৎ গোটা মাসে এই রোজগার গিয়ে দাঁড়াবে ৬০,০০০/- টাকায়।

x
Advertisements
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -