Trending News

এবার থেকে রিচার্জ না করলেও চলবে সিম কার্ড! গ্রাহকদের জন্য বিশাল বড় সুখবর।

এবার থেকে মোবাইলের সিমে রিচার্জ করতে ভুলে গেলেও আর বন্ধ হবে না সিম কার্ডটি। ট্রাই এর নতুন এই ঘোষণায় অত্যন্ত খুশি উপভোক্তারা।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মোবাইলের সিম এবং বিভিন্ন ফেক কল সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে মোবাইলের সিমে রিচার্জ করতে ভুলে গেলেও আর বন্ধ হবে না সিম কার্ডটি। ট্রাই এর নতুন এই ঘোষণায় অত্যন্ত খুশি উপভোক্তারা।

অনেক সময়ই উপভোক্তাদের মোবাইল রিচার্জ করার তারিখ মনে না থাকলে বন্ধ করে দেওয়া হত সিমের সম্পূর্ণ পরিষেবা। এর জন্য একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছে উপভোক্তাদের। এই কারণেই এবার টেলিকম রেগুলেটরি কথাটিটি অফ ইন্ডিয়া বা TRAI এর পক্ষ থেকে একাধিক সিমের জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

এক্ষেত্রে উপভোক্তারা রিচার্জ না করলেও কম করে দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল পরিষেবা চালু রাখতে পারবেন। টেলিকম কোম্পানি গুলির পক্ষ থেকে আর বন্ধ করে দেওয়া হবে না সিমের পরিষেবা। ট্রাই এর নির্দেশ শুনতে হবে প্রতিটি টেলিকম অথরিটিকে। যদিও এক্ষেত্রে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং bsnl এর ক্ষেত্রে আলাদা আলাদা সময়ের মাপ দন্ড বলে দেওয়া হয়েছে TRAI এর পক্ষ থেকে।

বিএসএনএল (BSNL)- স্বল্পমূল্যে অধিক পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে বিএসএনএল। বিএসএনএল কোম্পানিতে একবার রিচার্জ শেষ হবার পর ১৮০ দিন পর্যন্ত অর্থাৎ পরবর্তী ৬ মাস পর্যন্ত সিমের কলিং পরিষেবা উপভোগ করতে পারবেন। যদিও এক্ষেত্রে উপভোক্তারা কাউকে কল করতে পারবেন না বরং কল রিসিভ করার সুবিধাটি চালু থাকবে।

জিও (JIO)- ভারতের সবথেকে বড় টেলিকম অথরিটি হল রিলায়েন্স জিও। TRAI এর নির্দেশ অনুসারে একটি রিচার্জ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিন অর্থাৎ ৩ মাস পর্যন্ত সিমের ইনকামিং পরিষেবা চালু থাকবে।

ভোডাফোন ও আইডিয়া (VI)- ভারতবর্ষের প্রচুর গ্রাহক বর্তমানে এই টেলিকম সংস্থার সঙ্গে সংযুক্ত রয়েছেন। এই টেলিকম কোম্পানি একবার রিচার্জ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিন পর্যন্ত কোনো রকম বাধা ছাড়া সিমটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে রিচার্জ শেষ হওয়ার তিন মাস পর্যন্ত উপভোক্তারা ইনকামিং পরিষেবা উপভোগ করতে পারবেন।

এয়ারটেল- ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি সবথেকে কম সময়ের জন্য মোবাইলের সিম চালু রাখার সুযোগ করে দিচ্ছে গ্রাহকদের। এক্ষেত্রে একটি রিচার্জ শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যে পরবর্তী রিচার্জ করে ফেলতে হবে। এর অন্যথা হলে সিমটি বন্ধ করে দেওয়া হবে টেলিকম অথরিটির পক্ষ থেকে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button