ভারতবর্ষের আদিকাল থেকে মানুষ কৃষিকাজ এবং পশুপালন এই দুটো জীবিকার মাধ্যমে জীবন যাপন করে আসছে। বর্তমান সময়ে কৃষিকাজের যথেষ্ট চাহিদা থাকলেও পশু পালনের চাহিদা অনেকাংশে হ্রাস পেয়েছে।
সেই কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশুপালনকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের পশুপালকদের জন্য বিশেষ পশুপালন লোন যোজনা শুরু করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
প্রকল্পের নাম: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশুপালন লোন যোজনা।
প্রকল্পের উদ্দেশ্য
এই প্রকল্পের উদ্দেশ্য হল ভারতীয় যুব সম্প্রদায়কে পশুপালনের দিকে আকৃষ্ট করা। বর্তমান সময়ে পশুপালন জীবিকার চাহিদা যথেষ্ট পরিমাণে কমে আসছে। এর পাশাপাশি পশুপালন বা পশুর ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রাথমিকভাবে অনেকটা পরিমাণ টাকার দরকার হয়।
এই বৃহৎ পরিমাণ মূলধনের যোগান দিতে পারেন না অনেক পশুপালক। এই সমস্ত কথা ভেবে পশুপালকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই উদ্দেশ্যেই শুরু হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশুপালন লোন প্রকল্প।
Benifites
ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের পশুপালন জীবিকার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লোনের ব্যবস্থা করে দেওয়া হবে। এক্ষেত্রে অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ ঋণ গ্রহণের সুযোগ থাকছে পশুপালকদের কাছে। এই প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা নিচে উল্লেখ করা হলো-
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ,
২) আবেদনের মাত্র ২৪ ঘন্টার মধ্যে লোনের অ্যাপ্রুভাল,
৩) কোনরকম জামানত ছাড়াই ১.৬ লক্ষ্য টাকা পর্যন্ত লোন পাওয়ার সুযোগ,
৪) অত্যন্ত কম সুদের হার ইত্যাদি
আবেদনের যোগ্যতা
এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে পশুপালন এবং কৃষি পেশার সংঘের যুক্ত থাকতে হবে। ভারতবর্ষের যে কোন রাজ্যের স্থায়ী বাসিন্দা, কৃষক এবং পশুপালক সম্প্রদায়ের মানুষ এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
Form Fillup
এই প্রকল্পটি শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চালু করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা তাদের নিকটবর্তী SBI ব্যাংকে গিয়ে সবার প্রথমে পশুপালন লোন যোজনা সম্পর্কিত সমস্ত তথ্য বিশদে জেনে নেবেন। এরপর অবশ্যই নিজের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি সঙ্গে নিয়ে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে।
ব্যাংকের পক্ষ থেকে লোনে আবেদন করার জন্য একটি আবেদন পত্র দেওয়া হবে আবেদনকারীকে। এই আবেদন পত্রটি অফলাইন মাধ্যমে ভালোভাবে পূরণ করে নথিপত্রের সঙ্গে জমা করে দিতে হবে। এরপর ব্যাংকের পক্ষ থেকে ২৪ ঘন্টার মধ্যে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।