স্টেট ব্যাঙ্কের ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করো! প্রতিমাসে ১৬,০০০/- টাকা স্টাইপেন্ড।

By: WB Tathya

On: March 2, 2025

Follow Us:

SBI Internship Youth for India 2025

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

বর্তমানের যুব সম্প্রদায়ের কাছে ব্যাংকে চাকরি করার একটি দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে বৃহত্তম রাজশাহত্ব ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে SBI ইন্টার্নশিপ ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ শুরু করা হয়েছে। এখানে চাকরিপ্রার্থীদের কাছে ৩,৩৭,০০০/- টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে।

বর্তমানে চাকরির প্রচেষ্টা চালাচ্ছেন এমন প্রার্থীরা একেবারেই এই সুযোগটি হাতছাড়া করবেন না। আজকের প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগের বিষয়ে সম্পূর্ণ তথ্য উল্লেখ করা হচ্ছে। যেখানে চাকরিপ্রার্থীরা আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ, এই ইন্টার্নশিপ এর সুযোগ সুবিধা এবং অন্যান্য বিভিন্ন তথ্য বিশদে জেনে নিতে পারবেন।

একনজরে

নিয়োগকারী সংস্থাYouth India
ELIGIBILITY CRITERIABachelor’s degree before 1 October 2025.
Age Limit21 and 32 years
APPLICATION PROCESS OVERVIEWRegisteration & Online Assessment
FELLOWSHIP SUPPORT16000/-

স্টেট ব্যাঙ্ক ইন্টার্নশিপ প্রোগ্রাম

২০১১ সাল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের যুব সম্প্রদায়কে ব্যাংকের বিভিন্ন কাজের সংযুক্ত করা এবং কর্ম প্রদানের জন্য এই দুর্দান্ত প্রোগ্রামটি চালু করা হয়েছে। বিগত কয়েক বছরে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীরা এই ইন্টার্নশিপের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। মোট তেরো মাসের এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে দেশের বিভিন্ন গ্রামীন এলাকায় একাধিক কাজের সঙ্গে সংযুক্ত হতে পারেন চাকরিপ্রার্থীরা।

আবেদনের যোগ্যতা

যে সমস্ত চাকরিপ্রার্থীরা ২০২৫ সালের অক্টোবর মাসের মধ্যে তাদের স্নাতক ডিগ্রি কোর্স সম্পন্ন করতে পারবেন, তারা এই পদে আবেদন জানাতে পারেন। ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতনের পরিমাণ

যে সমস্ত চাকরিপ্রার্থীরা উল্লেখিত পদে ইন্টার্ন হিসাবে নিযুক্ত হবেন তাদের প্রতিদিনের জীবন যাপনের খরচ হিসেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাসিক ১৬ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি যাতায়াত বাবদ খরচ হিসাবে আরও ২০০০ টাকা এবং মাসিক ভাতা হিসাবে ১০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ সবমিলিয়ে মাসে মোট ১৯ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন নিযুক্ত কর্মীরা। এছাড়াও সম্পূর্ণ ১৩ মাসের ইন্টার্নশিপ শেষ করলে এককালীন ৯০ হাজার টাকা প্রদান করা হবে প্রতিটি ব্যক্তিকে।

নিয়োগ পদ্ধতি

চাকরিপ্রার্থীদের আবেদনের উপর নির্ভর করে একটি লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা যাচাই করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইন্টারভিউ এ যোগ্য হিসাবে বিবেচিত প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগ করা হবে।

How to Apply?

ইচ্ছুক চাকরি প্রার্থীরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে SBI ইন্টার্নশিপ ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ বিকল্পটি বেছে নেবেন। এরপর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে জমা করে দিতে হবে।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements