দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির অপেক্ষায় বসে রয়েছো এবং তুমি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও যেতেই চাও না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, আমি আজকে এমন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেটা স্থায়ী পদের চাকরি—অবশ্যই গ্রুপ সি পদে—এবং তোমার পোস্টিং কিন্তু পশ্চিমবঙ্গেই হবে।
ঠিক কি চাকরি, সেটাই আজকে আলোচনা করে নিই। চলো শুরু করি। আরো একটি কথা বলে রাখি, তোমার পোস্টিং পশ্চিমবঙ্গে হবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে, কোন আবেদন মূল্য লাগছে না। তাহলে কি ইন্টারেস্ট জাগছে?
চাকরি সম্পর্কিত বিস্তারিত আলোচনা
প্রথমেই বলি, এটি গ্রুপ সি পদে সরকারি চাকরি। এটি একটি পার্মানেন্ট পদের চাকরি এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে। ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের বেতন অনুযায়ী বেতন প্রদান করা হবে। অর্থাৎ বেতন কিন্তু তোমার শুরুতেই থাকছে 40000 টাকা এবং শুধু যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে।
নিয়োগকারী সংস্থা
ইন্ডিয়ান এয়ার ফোর্স রিক্রুটমেন্ট 2025 — তোমরা সবাই বলবে, “ইন্ডিয়ান এয়ার ফোর্স? আমরা ওখানে যাবো না, আমরা তো দৌড়ঝাপ করতে পারি না!” — কোন কিচ্ছু লাগবে না। এটা একটা ক্লারিক্যাল পদের চাকরি এবং এখানে শুধু ছেলেরা নয়, মেয়েরাও আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গতেই পোস্টিং হবে।
কাজের ধরণ
এটি গ্রুপ সিভিলিয়ান পদের চাকরি। প্রথমেই বললাম যে এখানে তোমায় দৌড়ঝাপ করতে হবে না, যুদ্ধে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট তুমি ডেস্কে বসে কম্পিউটারে কাজ করবে — এই হচ্ছে তোমার কাজ।
শূন্যপদ ও প্রতিযোগিতার অবস্থা
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ভারতের বেশ কয়েকটি রাজ্যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং মোট শূন্যপদে পশ্চিমবঙ্গের সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিযোগিতা অনেক কম। কেন?
কারণ:
- “ইন্ডিয়ান এয়ার ফোর্স” শুনেই সবাই ফর্ম ফিলাপ করে না।
- সবারই মনে ভয় হয় — “আমি তো ছুটতে পারি না”, “যুদ্ধে যেতে হবে না তো?”, বা “বাড়ি থেকে মেয়েরা যাবে না” — এই চিন্তা থেকে অনেকে ফর্ম ফিলাপ করে না।
- এই ফর্ম ফিলাপের খবর অনেকেই জানে না।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আবেদন শুরু | ১৭ই মে ২০২৫ |
আবেদন শেষ | ১৬ই জুন ২০২৫ |
আবেদন অফলাইনে করতে হবে। নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পৌঁছে দিতে হবে।
নিয়োগযোগ্য পদসমূহ
ডেস্কে বসে কম্পিউটারে কাজ থাকবে বেশিরভাগ পদে। কিছু ফিল্ডওয়ার্কও থাকবে।
পদসমূহ:
- হিন্দি টাইপিস্ট
- কুক
- স্টোর কিপার
- কার্পেন্টার
- পেন্টার
- মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
- মে স্টাফ
- লন্ড্রিম্যান
- ভালকানাইজার
- ড্রাইভার
- এলডিসি
- হাউসকিপিং স্টাফ
বয়সসীমা
Category | Age Limit |
জেনারেল | ১৮ থেকে ২৫ বছর |
OBC | ১৮ থেকে ২৮ বছর |
SC/ST | ১৮ থেকে ৩০ বছর |
বেতন কাঠামো
বেতন: মাধ্যমিক যোগ্যতার জন্য লেভেল-১, উচ্চমাধ্যমিকের জন্য লেভেল-২ (শুরুতে প্রায় 40000 টাকা)। 2026 সালের জানুয়ারি থেকে নতুন পে কমিশনের ফলে বেতন বাড়বে
মোট শূন্যপদ ও রাজ্য অনুযায়ী ভ্যাকেন্সি
মোট পদ: 153 টি
- পশ্চিমবঙ্গ: 148 টি
- আসাম, হরিয়ানা, দিল্লি: বাকি পদ
পদ অনুযায়ী শূন্যপদ:
- হিন্দি টাইপিস্ট: 1
- কুক: 12
- স্টোর কিপার: 16
- কার্পেন্টার: 3
- পেন্টার: 3
- MTS: 53
- মে স্টাফ: 7
- লন্ড্রিম্যান: 3
- ভালকানাইজার: 1
- ড্রাইভার: 8
- এলডিসি: 10
- হাউসকিপিং স্টাফ: 31
শিক্ষাগত যোগ্যতা
শুধুমাত্র মাধ্যমিক পাস:
- হাউসকিপিং স্টাফ
- MTS
- মে স্টাফ
- লন্ড্রিম্যান
- ভালকানাইজার
মাধ্যমিক + আইটিআই/ডিপ্লোমা:
- কুক
- কার্পেন্টার
- পেন্টার
মাধ্যমিক + ড্রাইভিং লাইসেন্স:
- ড্রাইভার
উচ্চমাধ্যমিক:
- স্টোর কিপার
- এলডিসি (টাইপিং জানতে হবে)
- হিন্দি টাইপিস্ট (হিন্দিতে টাইপিং জানতে হবে)
নিয়োগ পদ্ধতি
- একটি লিখিত পরীক্ষা
- কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট থাকবে (যেমন এলডিসি, হিন্দি টাইপিস্ট)
- বাকি পদে শুধু লিখিত পরীক্ষা হলেই হবে
পরীক্ষার ভাষা: হিন্দি এবং ইংরেজি
মোট নম্বর: 100
প্রশ্নপত্রের বিষয়:
- General English
- General Awareness
- Reasoning
- Numerical Aptitude
আবেদন প্রক্রিয়া
- আবেদন অনলাইনে নয়, অফলাইনে
- আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে
- নিজে হাতে পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে
আবেদন ফি: নেই (GEN/OBC কেউই আবেদন মূল্য দিচ্ছে না)
প্রয়োজনীয় ডকুমেন্টস
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়স প্রমাণ)
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও রেজাল্ট
- কাজ সংক্রান্ত সার্টিফিকেট
- ২ কপি ছবি
- ভোটার কার্ড / আধার কার্ড / প্যান কার্ড (যেকোনো একটি, জেরক্স)
- সব কিছুর সেলফ অ্যাটেস্টেড কপি
আবেদন পাঠানোর ঠিকানা
Air Officer Commanding, Air Force Station Arjun Singh, Panagarh, West Bengal – 713148
খামের উপর লিখবে:APPLICATION FOR THE POST OF ____________
(যে পদের জন্য আবেদন করছো, সেটা লিখে পোস্ট কোডও দেবে)