কোন ব্যাঙ্কে কত টাকা, মিনিমাম ব্যালেন্স রাখতে হবে? আজ থেকে চালু ব্যাঙ্কের নতুন নিয়ম! জেনে নিন বিস্তারিত।

By: Basu

On: April 3, 2025

Follow Us:

কোন ব্যাঙ্কে কত টাকা, মিনিমাম ব্যালেন্স রাখতে হবে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবারে ব্যাংকের বিভিন্ন সার্ভিসকে সচল রাখার জন্য ব্যাংকের গ্রাহকদের উপর চাপিয়ে দিল মিনিমাম ব্যালেন্স বজায় রাখার শর্তাবলী। আজকের দিনে, ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। তাই এবার থেকে নিজের ব্যাংকের পরিষেবাটি চালু রাখতে আপনাকেও ব্যাংক একাউন্টে রাখতে হবে নূন্যতম ব্যালেন্স।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

RBI বিভিন্ন শর্তাবলী লাগু করেছে ভারতবর্ষের অন্যান্য ব্যাংকের উপর। যেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে এইচডিএফসি, ICICI, অ্যাক্সিস এবং অন্যান্য সকল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য মিনিমাম ব্যালেন্স রাখার তালিকা প্রকাশ করেছে। তাহলে এবার আপনার মূল্যবান ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু রাখতে মিনিমাম ব্যালেন্স সংক্রান্ত তথ্য গুলি জেনে নিন এই প্রতিবেদন থেকে।

ব্যাঙ্কের পরিষেবা উন্নত করতে নতুন পদক্ষেপ

ভারতের নিয়ন্ত্রণকারী ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সঠিক গ্রাহকদের ব্যাঙ্ক পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময়ই বহু উপভোক্তা একাধিক ব্যাঙ্ক নিজেদের অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন। কিন্তু দীর্ঘ সময়কালে দেখা গিয়েছে, এই সমস্ত ব্যাঙ্ক একাউন্টে কোন ধরনের লেনদেন হয় না, বরং এই অ্যাকাউন্টগুলি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে বিভিন্ন ব্যাঙ্কের সঠিক উপভোক্তাকে নির্বাচন করা কঠিন হচ্ছিল।

এই কারণেই RBI এর নির্দেশে ব্যাঙ্ক সংস্থাগুলি সক্রিয় ব্যাঙ্ক একাউন্টের জন্য মিনিমাম ব্যালেন্সের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রতিটি গ্রাহককে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে বলে জানিয়ে দিয়েছে ব্যাঙ্ক সংস্থাগুলি।

নুন্যতম ব্যালান্স মেনটেনেন্স লিস্ট

ব্যাংকের নামরুরাল (গ্রামীণ) ব্রাঞ্চসেমি আরবান(অর্ধ-শহর) ব্রাঞ্চআরবান (শহর বা মেট্রো) ব্রাঞ্চ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াNILNILNIL
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াচেক বই থাকলে ২৫০ টাকা

চেক বই না থাকলে ১০০ টাকা
চেক বই থাকলে ৫০০ টাকা

চেক বই না থাকলে ২৫০ টাকা
চেক বই থাকলে ১০০০ টাকা

চেক বই না থাকলে ৫০০ টাকা
HDFC ব্যাঙ্ক ২৫০০ টাকা৫০০০ টাকা১০০০০ টাকা
অ্যাক্সিস ব্যাঙ্ক২৫০০ টাকা৫০০০ টাকা১২০০০ টাকা
ICICI ব্যাঙ্ক১০০০-২০০০ টাকা৫০০০ টাকা১০০০০ টাকা
ব্যাঙ্ক অফ বরোদা৫০০ টাকা১০০০ টাকা২০০০ টাকা
ব্যাংকের নামমিনিমাম ব্যালেন্স
IDFC ফার্স্ট ব্যাংক১০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া1. সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট- ৫০০ টাকা
2. স্টার মহিলা SB অ্যাকাউন্ট- ৫০০০ টাকা
3. সিনিয়র সিটিজেন SB অ্যাকাউন্ট- ১০,০০০ টাকা
কোটাক মাহিন্দ্রা ব্যাংক২৫০০ টাকা থেকে ৫০,০০০ টাকা
RBL ব্যাংক৫০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা

Shristy Base. WB Tathya সাইটের কন্টেন্ট রাইটার। বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now