Trending News

রেশন কার্ডে পাবেন ১০০০/- টাকা প্রতিমাসে! Ekyc করে নিন আজই।

রেশন কার্ডের মাধ্যমে এবার মিলবে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা। ভারতের দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য রেশন কার্ড একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

এই রেশন কার্ডের মাধ্যমেই আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষেরা, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন প্রতিমাসে। তবে এবারে গুরুত্বপূর্ণ এক আপডেট রেশন কার্ডে না করলে, রেশন কার্ডটি চিরজীবনের জন্য বাতিল হয়ে যেতে পারে।

Ration Card EKYC আসলে কি?

E-KYC এর পুরো কথা হল Electronic Know Your Customer। এর মাধ্যমে প্রতিটি রেশন গ্রাহকের যাবতীয় বিবরণ Electronically পর্যবেক্ষণ এবং নিরীক্ষণ করা যায়। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের রাসায়ন সংক্রান্ত দুর্নীতি শেষ করা সম্ভব।

Ration Card EKYC
Ration Card EKYC Process

সঠিক গ্রাহকরা যাতে সঠিক পরিমাণে রেশন দ্রব্য পায় সেই দিকে দৃষ্টিপাত করেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন e-kyc আপডেটটি নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে তাদের আধার কার্ডের সরাসরি বায়োমেট্রিক লিংক করানো আবশ্যক।

Ration Card EKYC সুবিধা

১) সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ঘোষণা তারা জানা যাচ্ছে যে- প্রতিটি রেশন কার্ডের গ্রাহককে সম্পূর্ণ বিনামূল্যে চাল, ডাল এবং অন্যান্য মাসিক প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয়। পাশাপাশি দেওয়া হবে আর্থিক সহায়তা। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের প্রতি মাসে ১০০০/- টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

২) রেশন কার্ডের e-kyc করালে, গ্রাহকেরা সমস্ত রকম দুর্নীতি থেকে মুক্ত হতে পারবেন। এর পাশাপাশি কার্ডের সুরক্ষাও বৃদ্ধি পাবে।

৩) রেশন কার্ডের উপভোক্তা সম্পর্কে বিশদে জানা সম্ভব হবে।

৪) রেশন ডিলারদের ক্ষেত্রেও রেসন বিতরণের অনেকাংশে সুবিধা হবে।

প্রয়োজনীয় নথিপত্র

প্রতিটি উপভোক্তার কাছে নিজস্ব রেশন কার্ড, আধার কার্ড এবং একটি বৈধ মোবাইল নম্বর থাকলেই খুব সহজে রেশনের e-kyc করে নেওয়া সম্ভব। এর জন্য প্রতিটি গ্রাহক নিজেদের নিকটবর্তী রেশন দোকানে গিয়েই সম্পূর্ণ বিনামূল্যে e-kyc করিয়ে নিতে পারবেন।

Ration Card EKYC Online Process

উপভোক্তা চাইলেই অফলাইন মাধ্যমে e-kyc না করে সম্পূর্ণ অনলাইন মাধ্যমেও এটি করিয়ে নিতে পারেন। এর জন্য রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে e-kyc করানোর বিকল্পটি বেছে নিতে হবে। এরপর উপভোক্তার আধার নম্বর এবং রেশন নম্বর এর লিংক করিয়ে বায়োমেট্রিক আপডেট করে দিলে e-kyc সম্পন্ন হবে।

২০২৪ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখের মধ্যেই রেশন e-kyc করিয়ে নিতে হবে। যদি কোন উপভোক্তার কেওয়াইসি না করা থাকে তাহলে তার রেশন কার্ড বাতিল হবে এবং সেই উপভোক্তা মাসিক ১০০০ টাকা আর্থিক সহায়তা থেকেও বঞ্চিত থাকবেন।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements