রেলে ৪২৩২ শুন্যপদে বিনামুল্যে প্রশিক্ষন! অনলাইনে আবেদন করো এইভাবে।

ভারতীয় রেল বিভাগের শুরু হল বিশাল শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ। অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ এই নামটির সাথে এখন আর কেউ অপরিচিত নয়। রেলওয়ের বিভিন্ন সরকারি চাকরির জন্য অ্যাপ্রেন্টিস যোগ্যতায় বিপুল পরিমাণে কর্মী নিয়োগ হয়ে থাকে। তাই একবার যদি জীবনের কিছুটা সময় বিনিয়োগ করে এই প্রশিক্ষণ নেওয়া যেতে পারে তাহলে ভবিষ্যতে আর তাকে পিছন ফিরে তাকাতে হয় না।
সম্প্রতি রেলওয়ে চার হাজারেরও বেশি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই পড়ে নিন আজকের প্রতিবেদনটি। এখানে শিক্ষাগত যোগ্যতা, স্টাইপেন্ডের পরিমাণ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।
আবেদনের তারিখ
আবেদন শুরু | ২৮/১২/২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ২৭/০১/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) রেলওয়ের বিভিন্ন বিভাগের শিক্ষানবিশ পদে এই নিয়োগটি হতে চলেছে। গত ডিসেম্বর মাসের ২৭ তারিখে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল বিভাগ।
২) এখানে সব মিলিয়ে মোট ৪,২৩২ টি ভ্যাকান্সি রয়েছে।
আবেদনের যোগ্যতা
১) এক্ষেত্রে চাকরি প্রার্থীরা ন্যূনতম দশম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করতে পারবেন।
২) মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং তার সাথে ITI সার্টিফিকেট থাকতে হবে।
৩) আবেদনকারীর বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
মাসিক বেতন
রেলওয়ে বিভিন্ন দপ্তরের অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োজিত প্রার্থীরা প্রতিমাসে ভালো পরিমাণ স্টাইপেন্ড পেয়ে থাকেন। এই বিষয়ে বিপদে জানার জন্য অবশ্যই প্রতিটি প্রার্থীকে রেলওয়ে তারা প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে মাসিক বেতন সম্পর্কে তথ্য জেনে নিতে হবে। রেলের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশিত হয়েছে সেই বিষয়ে জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।
গুরুত্বপূর্ণ নথিপত্র
- আবেদনকারীর আধার কার্ড।
- ঠিকানার প্রমাণপত্র।
- বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- ITI সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।
আবেদন পদ্ধতি
রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে বিস্তারিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে ১০০ টাকা আবেদনমূল্য প্রদান করে জমা করে দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে রেলওয়ের পক্ষ থেকে। সেই মেধা তালিকা অনুযায়ী ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণের সুযোগ পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ তথ্য: এই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দক্ষিণ মধ্য রেলওয়ের পক্ষ থেকে। তাই আবেদনকারীদের দক্ষিণ মধ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।