Railway Group D Recruitment 2025: ভারতীয় রেলে ৫৮,০০০ শুন্যপদে ‘গ্রুপ ডি’ কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন।
Railway Group D Recruitment 2025: গোটা দেশে বেকারত্বের হার কমানোয় উদ্যোগী হয়ে উঠেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই রেলওয়ে গ্রুপ ডি পদে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। চলতি মাসের ২৩ তারিখ থেকেই শুরু হয়ে যাবে আবেদন গ্রহণ। তবে আপনি কি জানেন মোট কতগুলো শূন্য পদে এই নিয়োগটি হতে চলেছে?
এই বিষয়ে সম্প্রতি একটি তথ্য প্রকাশিত হয়েছে, যা দেখে অত্যন্ত খুশি চাকরি প্রার্থীরা। রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের সমস্ত তথ্য এবং নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি সম্পর্কে বিশদে জেনে নিতে অবশ্যই চোখ রাখুন আজকের প্রতিবেদনে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু | ২৩শে জানুয়ারি ২০২৫ |
আবেদনের শেষ তারিখ | ২২শে ফেব্রুয়ারি ২০২৫ |
পদের নাম ও বিবরণ
২০২৫ এর শুরুতেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে চাকরি প্রার্থীদের রেলের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
পাশাপাশি রেলের এপ্রেন্টিস প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা এবং ITI প্রার্থীরাও একাধিক পদের জন্য নিজেদের আবেদন জানাতে পারবেন। এখানে রেলের বিভিন্ন বিভাগে এই নিয়োগটি হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ দেশের সমস্ত রাজ্য থেকেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
Read More: সামনের গরমের ছুটিতে ইন্টার্নশিপ করে নাও! কেন্দ্র-অধীনস্থ সংস্থা দেবে প্রশিক্ষণ।
শূন্য পদের সংখ্যা
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে এখনও পর্যন্ত শূন্য পদ সম্পর্কে বিশদে তথ্য জানানো না হলেও, সম্প্রতি সূত্র মারফত জানা গিয়েছে যে এই গ্রুপ ডি নিয়োগের মাধ্যমে ৩২,৪৩৮ টি নয়, বরং ৫৮,২৪০ টি শূন্যপদে যোগ্য কর্মী নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি হওয়ায় অত্যন্ত খুশি চাকরি প্রার্থীরা।
মাসিক বেতন
রেলওয়ের গ্রুপ ডি পদে কেন্দ্রীয় সরকারের বেতনক্রম অনুসারে ন্যূনতম ১৮ হাজার বেতন প্রদান করা হয়ে থাকে। এর পাশাপাশি রেলের কর্মী হিসেবে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন কর্মীরা।
আবেদন পদ্ধতি
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সকল ইচ্ছুক চাকরিপ্রার্থী অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দেবেন। পাশাপাশি আবেদন মূল্য জমা করে দিলেই RRB র পক্ষ থেকে আবেদনটি গ্রহণ করা হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।