ইন্টার্নশিপ

রেলওয়ে কৌশল বিকাশ যোজনায় বিভিন্ন পদে বিনামূল্যে প্রশিক্ষন! মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের জন্য।

ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে শুরু করা হলো রেলওয়ে কৌশল বিকাশ যোজনা। মূলত মাধ্যমিক পাস করার পর অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন কারণে তাদের লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারেন না। তাহলে কি এই সমস্ত ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে ভালো কোন চাকরির সুযোগ পাবেন না? এমন চিন্তাধারা এখন বদলের দিকে। কারণ শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কেন্দ্রীয় সরকারের রেলওয়ে কৌশল বিকাশ যোজনায় আবেদন জানাতে পারেন ইচ্ছুক প্রার্থীরা।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

তবে এই প্রকল্পে আবেদন জানিয়ে লাভ কী হবে? কারা এখানে আবেদন জানাতে পারবেন? কবে থেকে প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হচ্ছে? এতদিন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে? ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন? এই সমস্ত প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

সমগ্র ভারতবর্ষে এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন, যারা নিজেদের উচ্চ শিক্ষার সম্পন্ন করতে পারেন না। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের একাধিক বিষয়ে দক্ষ করে তোলার দায়িত্ব গ্রহণ করেছে ভারতীয় রেল বিভাগ। রেলওয়ের পক্ষ থেকে এই সমস্ত প্রার্থীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জীবনের লক্ষ্যে অগ্রসর করে দেওয়া হচ্ছে।

প্রকল্পের সুযোগ সুবিধা

মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য একাধিক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

  • এসি মেকানি(AC Mechanic) ।
  • কম্পিউটার বেসিক (Computer Basics)।
  • কারপেন্ট্রি (Carpentry)।
  • ফিটার (Fitter)।
  • রেলওয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণ (Railway Track Maintenance)।
  • মেশিনিস্ট (Machinist)।

পাশাপাশি প্রশিক্ষণ শেষে সংস্থার পক্ষ থেকে একটি মূল্যবান সার্টিফিকেট প্রদান করা হবে, যা পরবর্তীকালে সরকারি কিংবা বেসরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের সহায়তা করবে।

আবেদনের যোগ্যতা

১) আবেদনকারী প্রার্থীকে অন্ততপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।

২) ভারতবর্ষের স্থায়ী নাগরিক প্রার্থীরা এখানে পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারবেন।

৩) যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি

ভারতীয় রেলের পক্ষ থেকে শুরু করা কৌশল বিকাশ যোজনায় আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজেদের নাম প্রকল্পের মধ্যে নথিভুক্ত করতে হবে। এর জন্য প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply Here অপশনে গিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এরপর নিজের অ্যাকাউন্টটি লগইন করে ফর্ম ফিলাপ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

অনলাইনে আবেদনের ভিত্তিতে ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট করা হবে। এরপরে, প্রার্থীদের ফোন কল করা হবে। তারপরে, অফিসে গিয়ে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements