Saturday, May 10, 2025
Homeচাকরির খবরপ্রাইভেট স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ! এই ফর্মটি জমা করুন।

প্রাইভেট স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ! এই ফর্মটি জমা করুন।

রাজ্য শুরু হতে চলেছে স্কুল শিক্ষক নিয়োগ। রাজ্যের যে সকল চাকরি প্রার্থীরা বর্তমানে বিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত খুশির খবর হতে চলেছে।

পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলায় অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিদ্যালয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্য পদের সংখ্যা, বিদ্যালয়ের নাম, বেতন সীমা, আবেদনের বিভিন্ন যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিতে পারবেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join
আবেদনের শেষ তারিখ03/01/2025

পদ ও বিদ্যালয়ের নাম

অ্যাসিস্ট্যান্ট টিচার (PGT/ TGT) পদে কর্মী নিয়োগ করা হবে। বিদ্যাসাগর শিশু নিকেতন নামক ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের পক্ষ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলায় এই স্কুল অবস্থিত। বর্তমান সময়ে এই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে বলে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

১) PGT শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকাদের কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রী থাকা আবশ্যক। এর পাশাপাশি নিয়মিত বিএড পাস হতে হবে আবেদনকারীকে।

২) TGT শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকাদের বিজ্ঞান বিভাগ নিয়ে তিন বছরের স্নাতক ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে। এই যোগ্যতার পাশাপাশি রেগুলার বিএড ডিগ্রি থাকাও আবশ্যক।

৩) উভয় ক্ষেত্রেই শিক্ষক-শিক্ষিকাদের ইংরেজি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকা আবশ্যক বলে জানানো হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। এর পাশাপাশি ইংরেজিতে কথা বলার দক্ষতা এবং ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ে পড়ানোর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্য পদের সংখ্যা

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সম্পর্কিত কোন তথ্যের উল্লেখ করা হয়নি। তাই এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

বেতন সীমা

বিদ্যাসাগর শিশু নিকেতন বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের যথাযথ পরিমাণ বেতন প্রদান করা হবে।

How to Apply

বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে ইচ্ছুক আবেদনকারীদের আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে অফলাইন মাধ্যমে হাতে-কলমে পূরণ করে নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: Principal, Vidyasagar Thishu Niketan, Rangamati, Vidyasagar University, Paschim Medinipur, Pin-721102

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -
Goutam Mondal
Goutam Mondalhttps://wbtathya.com
গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Recent Post

Most Popular

x
Advertisements