Wednesday, May 14, 2025
HomeBusiness Ideaপ্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ আবেদন শুরু! কি কি কাগজ লাগবে দেখে নিন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ আবেদন শুরু! কি কি কাগজ লাগবে দেখে নিন।

নিজের একটি পাকা বাড়ি বানিয়ে মাথার উপরের ছাদটাকে মজবুত করার স্বপ্ন থাকে প্রায় সকলেরই। সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের এই পাকা বাড়ির নির্মাণের স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় শুরু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা।

এই প্রকল্পের ২০২৪ সালের নতুন সংস্করণ আগস্ট মাসেই অনুমোদন পেয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবারে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর আবেদন গ্রহণ শুরু হয়ে গেল জোড় কদমে। আজকের প্রতিবেদন থেকে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

Pradhan Mantri Awas Yojana 2.0

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে স্বল্পমূল্যে মজবুত বাড়ির তৈরি করার খরচ গ্রহণ করে থাকে কেন্দ্রীয় সরকার। প্রকল্পের শুরু থেকে সারা দেশ জুড়ে ১.১৮ কোটি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রতি ইউনিটে ২.৩০ লক্ষ টাকা খরচ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

বাড়ির প্রকারভেদ

১) নেতৃত্বাধীন নির্মাণ বা BLC
২) অংশীদারিত্বে সাশ্রয়ী মূল্যের আবাসন বা AHP
৩) সাশ্রয়ী মূল্যের ভাড়া আবাসন বা ARH
৪) সুদ ভর্তুকি প্রকল্প বা ISS

How to Apply

প্রধানমন্ত্রী আবাস যোজনা Urban 2.0 এর জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক আবেদনকারীরা নিজে বলে দেওয়া ধাপ গুলি অনুসরণ করে সহজেই এই প্রকল্পে নিজেদের আবেদন জানাতে পারবেন।

১) প্রতিটি ব্যক্তিকে অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য নীচে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২) এরপর হোমপেজ থেকে Apply for PMAY-U 2.0 এই অপশনটি বেছে নিয়ে ক্লিক করতে হবে।

৩) প্রকল্পের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং নির্দেশাবলী ভালোভাবে পড়ে বুঝে নিয়ে আবেদন শুরু করতে হবে।

৪) এরপর আবেদনকারীকে তার আধার নম্বর যাচাই করে নিতে হবে।

৫) এবার আবেদনকারী রাধার নম্বর যাচাই হয়ে গেলে সম্পূর্ণ আবেদন পত্রটি তার সামনে প্রদর্শিত হবে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে সঠিক আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে নিতে হবে।

৬) এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

৭) সবশেষে আবেদন পত্রটি সাবমিট করে দিলে সরকারের পক্ষ থেকে এই আবেদন গ্রহণ করা হবে।

৮) এরপর প্রয়োজনে আবেদনকারী নিজের আবেদনের অবস্থান দেখতে সক্ষম হবেন এবং পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে আবেদন সম্পর্কে স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের জন্য আবেদনকারী এবং তার পরিবারের সকলের আধার কার্ড, আবেদনকারীর ব্যাংক একাউন্ট ডিটেলস, পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণ পত্র, আবেদনকারীর জাতিগত বিবরণ ইত্যাদি নথি গুলি জমা করতে হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -
Goutam Mondal
Goutam Mondalhttps://wbtathya.com
গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Recent Post

Most Popular

x
Advertisements