মাসে ৯২৫০ টাকা পাবেন! আবেদন করো কেন্দ্রের এই স্কীমে।

By: WB Tathya

On: March 8, 2025

Follow Us:

Post Office Monthly Income Scheme

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করে প্রতি মাসে রোজগার করুন ৯২৫০ টাকা! রোজগারের পরেই মানুষের মূল লক্ষ্য থাকে সঞ্চয় করা। কারণ একমাত্র সঞ্চয় করার মাধ্যমেই ভবিষ্যৎ জীবন সুরক্ষিত এবং নিশ্চিত হয়।

এই কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ বিভিন্ন সংস্থায় টাকা বিনিয়োগ করে থাকেন এবং অনেক ক্ষেত্রেই বিপুল পরিমাণে টাকা নষ্ট হয়ে যায়। তবে এবার আর ঝুঁকিপূর্ণ কোন সমস্যায় টাকা বিনিয়োগ না করে বিশ্বস্ত ভারতীয় ডাক বিভাগেই বিনিয়োগ করে রোজগার করতে পারবেন কয়েক হাজার টাকা।

এখানে একবার বিনিয়োগ করলেই প্রতি মাসে রোজগার করার সুযোগ রয়েছে। ভারতীয় ডাক বিভাগ মান্থলি ইনকাম স্কিমে ৭.৪ শতাংশ সুদ প্রদান করছে। এক্ষেত্রে মাত্র ১০০০/- টাকা থেকে বিনিয়োগ শুরু করে প্রথম টাকা রোজগার করার সুযোগ পাবেন। বিশদে জানার জন্য অবশ্যই পড়ে নিন আজকের প্রতিবেদনটি।

প্রকল্পের নাম Post Office Monthly Income Scheme
বার্ষিক সুদের হার : ৭.৪%
প্রকল্পের মেয়াদন্যূনতম পাঁচ বছর।
ন্যূনতম বিনিয়োগের পরিমাণ১০০০/- টাকা
বিনিয়োগের সীমা সর্বোচ্চ ৯০০০/- টাকা (একক অ্যাকাউন্ট) , সর্বোচ্চ ১৫০০০/- টাকা (যৌথ অ্যাকাউন্ট)।
অফিশিয়াল ওয়েবসাইটindiapost.gov.in

POMIS এ বিনিয়োগ করার সুযোগ সুবিধা

১) ব্যাংক বা ভারতীয় ডাক বিভাগ সুরক্ষিত বিনিয়োগ সংস্থাগুলির মধ্যে অন্যতম। এক্ষেত্রে কোনরকম ঝুঁকি ছাড়াই বিনিয়োগকারীরা নিজেদের টাকা নিরাপদে রাখতে পারবেন এবং জমানোর শেষে ভালো পরিমাণ সুদ অর্জন করতে পারবেন।

২) উচ্চ সুদে টাকা জমানোর সুবিধা।

৩) মাত্র এক বছরের জন্য টাকা জমিয়ে ম্যাচিউরেটের আগেই তুলে নিতে পারবেন। তবে এক্ষেত্রে পেনাল্টি দিতে হবে বিনিয়োগকারীদের।

৪) একক একাউন্টে ৯ লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে আয় হবে ৫৫৫০ টাকা। অপরদিকে যৌথ একাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করলে প্রতিমাসের আয় হবে ৯২৫০ টাকা।

মাসে ৯২৫০/- টাকা আয়ের হিসাব

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এর মাধ্যমে একক একাউন্টের সর্বোচ্চ নয় লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে। এক্ষেত্রে বার্ষিক সুদ মিলবে ১,১১,০০০/- টাকা।

যেখানে প্রতিমাসে পাওয়া যাবে ৫,৫৫০/- টাকা। অপরদিকে বিনিয়োগকারী যদি যৌথ একাউন্টের মাধ্যমে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতিমাসে পাবেন ৯২৫০/- টাকা।

আবেদন পদ্ধতি

ভারতের যেকোনো রাজ্য থেকে এই প্রকল্পে টাকা জমাতে পারবেন বিনিয়োগকারীরা। এর জন্য নিকটবর্তী ডাক বিভাগে গিয়ে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে।

সবকিছু ভালোভাবে জেনে বুঝে নিয়ে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সাথে জমা করে দিতে হবে। এরপরে বিনিয়োগের প্রথম টাকা দিয়ে নিজের একাউন্ট খুলে নিতে পারবেন গ্রাহকরা।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements