PNB Bank Recruitment 2025: পাঞ্জাব ব্যাঙ্কে ১২,৫৮০ শুন্যপদে নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন।

রাষ্ট্রায়ত্ত যেকোনো ব্যাংকের চাকরি পাওয়ার জন্য প্রচেষ্টা করা চাকরিপ্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনে দুর্দান্ত সুখবর রয়েছে। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর পক্ষ থেকে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের একটি সুযোগ করে দেওয়া হচ্ছে।
যেখানে ন্যূনতম যোগ্যতায় আবেদন জানিয়ে ব্যাংকের কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন আপনিও। সব থেকে বড় কথা, এখানে নিজের বাড়িতে থেকেই ব্যাংকের পরিষেবা প্রদান করতে পারবেন আপনি।
কী, এই নিয়োগ সংক্রান্ত একাধিক প্রশ্ন মনে আসছে? তাহলে আর দেরি না করে আজকের প্রতিবেদন থেকে এখনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে যত শীঘ্র সম্ভব আবেদনটি সেরে ফেলুন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্মী নিয়োগ
ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলির মধ্যে অন্যতম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB। বহু চাকরি প্রার্থী এই ব্যাংকের কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার স্বপ্ন দেখে থাকেন। তবে অবশ্যই ব্যাংকের পরীক্ষার যথেষ্ট কঠিন প্রশ্নপত্র এবং বিপুল সংখ্যক প্রতিযোগিতার মাঝে হারিয়ে যান বহু চাকরিপ্রার্থী।
তবে এবারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন পদে ন্যূনতম যোগ্যতায় চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানিয়ে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীরা নিযুক্ত হতে পারবেন।
পদের নাম
- কাস্টমার সার্ভিস এসোসিয়েট।
- অফিস আ্যাসিস্ট্যান্ট।
কাজের বিবরণ
কাস্টমার সার্ভিস এসোসিয়েট– পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাধিক গ্রাহকের বিভিন্ন সমস্যা সমাধানের পরিষেবা প্রদান করার জন্য এই পদে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের স্থানীয় ভাষা, ইংরেজি এবং হিন্দি ভাষায় যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে।
Read More: স্টেট ব্যাঙ্ক করাচ্ছে সামার ইন্টার্নশিপ! থাকা- খাওয়া, যাতায়াত খরচ সব দেবে।
ব্যাংকের গ্রাহকদের ডেবিট এবং ক্রেডিট সংক্রান্ত তথ্য, অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত তথ্য, এবং ব্যাংকের বিভিন্ন পরিষেবার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য এই পদের কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। এই পদে নিযুক্ত কর্মীরা সম্পূর্ণভাবে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে থেকেই চাকরি করতে পারবেন।
অফিস এসিস্ট্যান্ট– অপরদিকে অফিস এসিস্ট্যান্ট পদে নিযুক্ত কর্মীদের ব্যাংকের গতানুগতিক পরিষেবা প্রদানে সহায়তা করতে হয়। এই পদে যে সমস্ত কর্মীরা যোগ্য হিসেবে নিযুক্ত হবেন, তাদের প্রতিদিন ব্যাংকিং সময়সীমার মধ্যে ব্যাংকের নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে কাজ করতে হবে।
আবেদনের যোগ্যতা
১) কাস্টমার সার্ভিস এসোসিয়েট পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
২) অপরদিকে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই চাকরিপ্রার্থীরা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন জানাতে পারবেন।
৩) উভয় পদের জন্যই ন্যূনতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ থাকছে।
৪) এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় প্রদান করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
মাসিক বেতনের পরিমাণ
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের পদ অনুসারে বেতন সীমা নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রতিমাসে ন্যূনতম ৪৮,০০০/- টাকা থেকে বেতন শুরু হবে নিযুক্ত কর্মীদের।
নিয়োগ পদ্ধতি
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, উল্লেখিত উভয় পদে কর্মীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষার আয়োজন করবে না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আবেদনের পর চাকরিপ্রার্থীদের আবেদন পত্র যাচাইকরণ করে যোগ্য প্রার্থীদের কাছে ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান সম্পর্কিত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- বয়সের প্রমাণপত্র।
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- জাতিগত সার্টিফিকেট ইত্যাদি।
আবেদন পদ্ধতি
উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে পারবেন।