কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্যতম। ভারতবর্ষে সাধারণ গৃহহীন মানুষদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা।
বর্তমানে এই প্রকল্পের একাধিক আবেদন জমা পড়ছে। কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো। নতুন বছরের শুরুতে গ্রামীণ এবং শহরের আবাস যোজনার মাধ্যমে ভারতের বিশাল সংখ্যক পরিবারকে পাকা বাড়ি দেওয়ার ঘোষণা করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন? আবেদন পদ্ধতি কেমন রয়েছে? আবেদনের জন্য কোন কোন নথি বা ডকুমেন্টসের প্রয়োজন হবে? এ সমস্ত প্রশ্নের সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি এখনই পড়ে নিন।
প্রকল্পের শ্রেণীবিভাগ
- গ্রামীণ আবাস যোজনা ও
- শহরের আবাস যোজনা
প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ সুবিধা
এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের সমস্ত রাজ্যের গ্রাম এবং শহরের গৃহহীন মানুষদের পাকা বাড়ি করে দেওয়া হয়। এর জন্য ন্যূনতম ১,২০,০০০/- টাকা থেকে ২,৫০,০০০/- টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয় সরকারের তরফ থেকে।
আবেদনের যোগ্যতা
১) আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
২) আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫৯ বছরের মধ্যে।
৩) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ৯০ হাজার টাকার মধ্যে হওয়া আবশ্যিক।
৪) আবেদনকারীকে তার পরিবারের প্রধান হতে হবে।
৫) আগের বছরে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এমন ব্যক্তিরা এখানে আবেদন জানাতে পারবেন না।
PM Awas Yojana Online Registration
প্রধানমন্ত্রী আবাস যোজনায় সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এবং অফলাইন মাধ্যমে আবেদন জানানো যায়। অনলাইন মাধ্যমে আবেদন জানানোর জন্য প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে হয় এবং অফলাইন মাধ্যমে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীকে নিকটবর্তী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করে নিতে হবে।
দেশের অন্যান্য রাজ্যের উপভোক্তাদের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের উপভোক্তারাও এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। তবে বিগত বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য কোনরকম টাকা দেওয়া হচ্ছে না বলে রাজ্য সরকারের দাবি।
তবে পশ্চিমবঙ্গের উপভোক্তাদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা আবাস যোজনা প্রকল্প শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা তাড়াতাড়ি নিজেদের পাকা বাড়ি তৈরি করার জন্য অবশ্যই বাংলা আবাস যোজনায় আবেদন জানাতে পারেন।