নবোদয় বিদ্যালয়ে নন-টিচিং স্টাফ নিয়োগ! মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন।

রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য দারুন সুখবর। নবোদয় বিদ্যালয়ে টিচিং এবং নন-টিচিং স্টাফ নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক আবেদনকারীদের অবশ্যই নিয়োগের শেষ তারিখের আগে অনলাইনে আবেদন করতে হবে।
রাজ্যের যে কোন জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। ফর্ম পূরণ করার জন্য সমস্ত প্রয়োজনীয়তা এবং শূন্যপদের বিশদ জানতে আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
কাজের বিবরণ
নিয়োগকারী দপ্তর | Navodaya Vidyalaya Samiti Recruitment Board |
জব লোকেশন | 661 JNV Schools in India |
পদের নাম
NVS Recruitment 2025 বিজ্ঞপ্তিতে যে সকল Teaching & Non-Teaching স্টাফ নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নে-
- Principal
- PGTs
- TGTs
- Miscellaneous teachers
- Librarians
- Staff Nurses
- ASOs
- Computer Operators
- Stenographers
- Electricians
- Plumbers
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীরা নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন। তবে পদের গুরুত্ব অনুযায়ী , উচ্চমাধ্যমিক পাশ , স্নাতক, B.Ed / D.el.ed ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
বয়স
উল্লেখিত বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কে কোন বিস্তারিত তথ্য দেওয়া নেই। তবে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স নুন্যতমভাবে ১৮ বছর হতে হবে।
বেতনসীমা
NVS Recruitment 2025 প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই চাকরিতে নিযুক্ত কর্মীদের প্রতিমাসে ৪০,০০০/- টাকা থেকে ২,০৯,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে মোট তিনটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
- Computer-Based Test (CBT)
- Interview
- Document Verification
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে (NVS Recruitment 2025) আবেদন করতে হবে। প্রথমে NVS এর অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘Recruitment’ অপশনে গিয়ে ‘Fill up online application’ অপশনে ক্লিক করুন। তারপর ‘Apply Now’ অপশনে ক্লিক করুন।
এরপর আবেদন ফর্মটিকে প্রার্থীর সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করুন। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলিকে স্ক্যান করে সঠিক সাইজে আপলোড করলে তবেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
আবেদন ফি
GENERAL | 2000 টাকা |
OBC & EWS | 1500 টাকা থেকে 1800 টাকা |
SC/ST | 1000 টাকা |
গুরুত্বপূর্ণ নথিপত্র
- বয়সের প্রমানপত্র।
- যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- রিসার্ভেশন প্রুফ।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।