নন-টেকনিক্যাল সামার ইন্টার্নশিপ করাচ্ছে ভারত সরকার ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ডিজিট্যাল ইন্ডিয়ার কর্পোরেশনের এই প্রশিক্ষন চলাকালীন প্রতিমাসে ১৫,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। বিভিন্ন বিষয়ের উপর ২-৩ মাসের বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে।
রাজ্যের যেকোন জেলার বেকার চাকরিপ্রার্থী পুরুষ-মহিলা সবাই এখানে আবেদন করতে পারবে। কোনো প্রকার পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কি কি বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে? কিভাবে আবেদন করবেন?
একনজরে
নিয়োগকারী সংস্থা | National e-Governance Division (NeGD) Digital India Corporation (DIC) Ministry of Electronics & Information Technology (MeitY) Government of India |
পদের নাম | ইন্টার্নশিপ প্রশিক্ষন |
স্টাইপেন্ড | 15,000/- প্রতিমাসে |
প্রশিক্ষনের মেয়াদ | ২-৩ মাস |
নিয়োগ প্রক্রিয়া | ইন্টারভিউ |
আবেদন পদ্ধতি | অনলাইনে |
কোন কোন বিষয়ে ইন্টার্নশিপ করানো হবে?
PROGRAMME MANAGEMENT | 1/ Policy, Documentation Support & Monitoring & Reporting 2/ Strategic Planning Activities 3/ Data Analytics 4/ Artificial Intelligence & Machine Learning |
AWARENESS AND COMMUNICATION | 5/ Content Writing, Design & Visual Content Support 6/ Campaigns research, Events & Outreach Support |
CAPACITY BUILDING | 7/ Training Programs support, Content & Curriculum Assistance 8/ Event Management & Logistics 9/ Data Privacy & Securities 10/ Internet of Things / New & Emerging Technologies / Cloud Computing |
TECHNOLOGY MANAGEMENT | 11/ Knowledge Management |
PROJECT APPRAISAL | 12/ Documentation, Templates and Guidelines |
স্টাইপেন্ড ও সার্টিফিকেট
প্রতিমাসে ১৫,০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষে NeGD (National e-Governance Division) অনুমোদিত সার্টিফিকেট পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে যেকোন স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম ৬০% নম্বর নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে। এছাড়া, pre-final or final year of Engineering/Diploma/Certificate/integrated degree course or dual degree পাস প্রার্থীরাও আবেদনযোগ্য। আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন।
ইন্টার্নশিপের মেয়াদ
প্রতিবছর দুবার এই ইন্টার্নশিপ করানো হয়। একটি হল- গরমকালে Summer Internship Programme, অন্যটি শীতকাল Winter Internship Programme। সর্বনিম্ন ২ মাসের ইন্টার্নশিপ হয়ে থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে ইন্টার্নশিপের মেয়াদ আরও একমাস বাড়ানো হতে পারে (মোট ৩ মাস)।
গুরুত্বপূর্ণ তারিখ
Description | Summer Internship | Winter Internship |
Announcement of Internship Programme – Tentative Date | 1 st week of May | 1st week of October |
Invitation/ Publishing of Advertisement | 1 st week of May | 1st week of October |
Last Date for Receipt of Application | 3rd week of May | 3rd week of October |
Selection of candidates | 4th week of May | 1st week of November |
Intimation of Selection to Colleges /Candidates | 5 th week of May | 3rd week of November |
Internship Period (Tentative) | June to August (extension up to September) | December to February (extension up to March) |
Awarding Certificate / Stipend | After approvals of mentor | After approvals of mentor |
আবেদন কিভাবে করবেন?
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই ইন্টার্নশিপের জন্য আবেদন জানাতে হবে। এই প্রতিবেদনের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে Google Form খুলবে। আবেদনকারীর প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে, এই ফর্মটি ফিলাপ করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
আবেদনের শেষ তারিখ– অনলাইনে ফর্ম ফিলাপের শেষ তারিখ হল ১৫ই মে ২০২৫ তারিখ।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। গ্রাজুয়েশনে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদেরকে প্রাথমিক শর্টলিস্টেড করা হবে। এরপরে, ইন্টারভিউয়ের ভিত্তিতে ফাইনাল প্রার্থীদের সিলেকশন করা হবে।