একটি দেশের ভবিষ্যৎ গড়ার অন্যতম কান্ডারী হল সেই দেশের মহিলারা। সেই কারণেই এই মহিলাদের অসহায়ত্ব ঘটানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক দুর্দান্ত পরিকল্পনা ও প্রকল্প চিন্তাভাবনা করা হয়। আসলে ভারতবর্ষের বিপুল সংখ্যক মহিলা আজকের একবিংশ শতকেও যথেষ্ট পরিমাণে সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন।
এর ফলে সমগ্র সমাজের সার্বিক উন্নয়নের পথটি সঠিকভাবে বিস্তারিত হচ্ছে না। এই কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে আবারো এক নতুন প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় কাজ নিজের হাতে করে নেওয়ার জন্য দেশের মহিলাদের একাধিক প্রশিক্ষণ দেওয়া হবে।
এর পাশাপাশি কৃষিকাজ বা অন্যান্য ক্ষেত্রে যাতে মহিলা জনজাতি নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সেইদিকেও যথেষ্ট পরিমাণে নজর দেওয়া হবে। তাহলে কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত প্রকল্পটিতে কারা আবেদন জানাতে পারবেন? এই প্রকল্প থেকে কোন কোন সুযোগ সুবিধা গুলি পাবেন? কিভাবে এখানে আবেদন জানাবেন? ইত্যাদি জানতে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।
প্রকল্পের নাম: নমো ড্রোন দিদি যোজনা।
ভারতবর্ষের মাটিতে ২০২৩ সালে প্রথমবারের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুরু করা হয় নমো ড্রোন দিদি প্রকল্প। দেশের মহিলাদের স্বনির্ভর হওয়ার গুরুত্ব অপরিসীম। সেই কারণেই দেশের বিপুল পরিমাণ মহিলাদের সঠিক প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নমো ড্রোন দিদি যোজনায় এই সুবিধা পাওয়া যাবে
কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের মহিলা গোষ্ঠীকে ড্রোনের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান প্রযুক্তিগত উন্নতির সময়ে গ্রহণ একাধিক কাজে ব্যবহৃত হয়। যার ফলে এই ড্রোনের চালনা শিখলে দেশের নারীদের ক্ষমতায়নে বিপুল পরিমাণে সহায়তা হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্দেশ্যেই ভারতবর্ষের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এর সাথে যুক্ত ১৫ হাজার মহিলাকে ড্রোন চালানোর প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সরকার।
কোন কোন ক্ষেত্রে ড্রোন ব্যবহার করতে পারবেন?
বর্তমান যুগে প্রচুর পরিষেবার সঙ্গে ড্রোনের পরিষেবা যুক্ত করে অতিরিক্ত সুবিধা লাভ করা যায়। কৃষি ক্ষেত্রে নজরদারি এবং কৃষিজ ফসলের পর্যবেক্ষণ, কীটনাশক বা সার স্প্রে করা ইত্যাদি কাজগুলি নিজেরাই ড্রোন চালোনার মাধ্যমে সেরে ফেলতে পারবেন মহিলারা।
মূলত গ্রামের দিকে কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের এই ক্ষেত্রে অধিক পরিমাণে সুবিধা হবে। এর পাশাপাশি অন্যের জমিতে এই কাদের দায়িত্বভার গ্রহণ করতে পারেন মহিলারা। এখানে সব মিলিয়ে মোট ১৫ দিনের একটি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের অধীনে যে সমস্ত ভারতীয় নারীরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেই এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে গোটা দেশের কোনায় কোনায় এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আগ্রহী কেন্দ্রীয় সরকার।
কারা আবেদন জানাতে পারবেন?
১) নমো ড্রোন দিদি প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে আবশ্যিকভাবে ভারতবর্ষে বসবাসকারী মহিলা হতে হবে।
২) আবেদনকারী মহিলার নাম দেশের স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকতে হবে।
৩) ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মহিলা প্রার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন।
কিভাবে আবেদন জানাবেন?
১) এই প্রকল্পের সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন জানানোর জন্য কোন রকম অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল শুরু করা হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
২) অর্থাৎ, এখানে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে প্রতিটা মহিলা প্রার্থীকে আবেদন জানাতে হবে।
৩) এর জন্য মহিলারা যেসব নির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকবেন, সেখান থেকেই সরাসরি অফলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
৪) অপরদিকে, আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা না হয়ে থাকেন, তাহলে আবেদনের পূর্বে আবশ্যিকভাবে একটি স্বনির্ভর গোষ্ঠীতে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে হবে।