Tuesday, May 6, 2025
Homeচাকরির খবরকলকাতা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ নিয়োগ! মাধ্যমিক/12th পাশে আবেদন করো।

কলকাতা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ নিয়োগ! মাধ্যমিক/12th পাশে আবেদন করো।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গ্রুপ সি পদে বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে দেশের বিভিন্ন রাজ্য থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। প্রার্থীরা এই প্রতিবেদন থেকে বিশদে সমস্ত বিবরণ জেনে নিয়ে আবেদন জানাতে পারেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের যোগ্যতা, মোট শূন্য পদের সংখ্যা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বেতন সীমা ইত্যাদি সমস্ত কিছুই বিশদে আলোচনা করা হচ্ছে এই প্রতিবেদনে।

আবেদনের তারিখ

আবেদন শুরু৩১/১২/২০২৪
আবেদনের শেষ তারিখ২৮/০১/২০২৫

Post Name

পদের নামজুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস)
নিয়োগকারী সংস্থাএয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) ইস্টার্ন রিজিয়ন

মোট শূন্যপদের সংখ্যা

CategoryVacancy
UR১০টি
SC৪৫টি
ST১২টি
OBC১৪টি
EWS৮টি
মোট শূন্য পদ ৮৯টি

আবেদনের যোগ্যতা

১) উক্ত পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

২) মাধ্যমিক পাশের পাশাপাশি চাকরি প্রার্থীদের মেকানিক্যাল, অটোমোবাইল বা ফায়ার ইত্যাদিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

৩) কোন চাকরি প্রার্থীর ডিপ্লোমা ডিগ্রী না থাকলে তারা যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস এই যোগ্যতাতেই আবেদন জানাতে পারবেন।

৪) আবেদনকারীকে ০১/০১/২০২৪ তারিখ অনুসারে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যবর্তী হতে হবে।

৫) সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণ ছাড় পেয়ে যাবেন।

৬) আবেদনকারীকে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট হতে হবে এবং প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে শারীরিক যোগ্যতা থাকতে হবে।

৭) পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, সিকিম, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং ছত্রিশগড় রাজ্যের বাসিন্দারা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

কর্মী নিয়োগ পদ্ধতি

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে CBT, PMT ও PET এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রথম ধাপে উত্তীর্ণ হলে তবেই পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

How to Apply

আবেদন গ্রহণ শুরু হলে চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। একবার আবেদনকারীর নাম নথিভূক্ত হয়ে গেলে তারা অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে জমা করার সুযোগ পাবেন। এক্ষেত্রে অবশ্যই আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবং সবশেষে আবেদন মূল্য প্রদান করে আবেদনটি সম্পন্ন করতে হবে।

আবেদন মূল্য

UR, OBC, EWS (পুরুষ প্রার্থী)১০০০/- টাকা
মহিলা/ SC/ ST/ Ex-ServicemenNIL
Goutam Mondal
Goutam Mondalhttps://wbtathya.com
গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Recent Post

Most Popular

x
Advertisements