চাকরির খবর

Jio Work From Home: জিও কোম্পানিতে বাড়ি বসে কাজ! ফোন থেকে প্রতিমাসে ₹১৫,০০০/- টাকা আয়।

রিলায়েন্স জিও কোম্পানি দিচ্ছে, বাড়ি বসে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ। দিনে মাত্র ৪–৬ ঘণ্টা কাজ করে প্রতি মাসে ₹১৫,০০০/- টাকা আয় করতে পারবেন।

Jio Work From Home: আপনি কি নিজের ফাকা টাইমকে কাজে লাগিয়ে, বাড়ি বসে ইনকাম করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন বড় সুখবর! রিলায়েন্স জিও কোম্পানি দিচ্ছে, বাড়ি বসে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ। দিনে মাত্র ৪–৬ ঘণ্টা কাজ করে প্রতি মাসে ₹১৫,০০০/- টাকা আয় করতে পারবেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে ও মেয়েদের বাংলা ভাষায় কাজ করার সুযোগ। শুধুমাত্র হাতের ফোন থেকে এই কাজটি করতে পারবে। এজন্য কোন ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Jio Work From Home Post Name

জিও কোম্পানিতে Jio Customer Associate (JCA) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র একটি স্মার্টফোন, একটি শান্ত জায়গা এবং শেখার ইচ্ছা থাকলেই আপনি এই কাজটি শুরু করতে পারেন। হাজার হাজার জিও কাস্টমার অ্যাসোসিয়েট ঘরে বসেই, দিনে মাত্র ৪–৬ ঘণ্টা কাজ করে প্রতি মাসে ₹১৫,০০০ এর বেশি আয় করছেন।

কাজের বিবরণ

যাদের জিও সিম কার্ডের রিচার্জ শেষ হয়ে গেছে এবং যারা অনেকদিন আর রিচার্জ করছে না, তাদেরকে ফোন কল করে জিও সিমে রিচার্জ করার কথা মনে করাতে হবে। ব্যস এইটুকুই একজন জিও কাস্টমার অ্যাসোসিয়েটের কাজ।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা কমকরে মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদনযোগ্য। এছাড়া, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন পাস ডিগ্রী এমনকি উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। পাশাপাশি, প্রার্থীকে লোকাল ভাষা (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা) জানতে হবে।

বয়সসীমা

নুন্যতম ১৮ বছর হলেই এখানে আবেদন করতে পারবে। বয়সের উর্ধসীমার কোনো বাধ্যবাধকতা নেই। স্টুডেন্ট, হাউসওয়াইফ, রিটায়ার্ড সবাই এই কাজটি করতে পারবে।

Read More:

কাজের সময়

Jio Customer Associate (JCA) পদের কাজের কোনো বাধাধরা বা ফিক্সড ডিউটি বা সময় নেই। আপনি আপনার ফাকা টাইমে কাজ করতে পারবেন। দিনে নুন্যতম ১ ঘন্টা থেকে শুরু করে সর্বচ্চ ৮ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন।

Jio Work From Home Earning

দিন ঠিক কত ঘণ্টা কাজ করলে, মাসে কত টাকা আয় করতে পারবেন তা নীচের ছকে বুঝিয়ে দেয়া হল। এছাড়া, জিও-র অফিশিয়াল পোর্টালে গিয়েও ইনকামের ক্যালকুলেশন চেক করে নিতে পারেন।

Duty HoursApproximate Monthly Earning*
1₹3,500
2₹7,000
3₹10,500
4₹14,000
5₹17,500
6₹21,000
7₹24,500
8₹28,000

নিয়োগ প্রক্রিয়া

অনলাইনে আবেদন করার পর প্রার্থীকে একটি অনলাইন টেস্ট দিতে হবে। এই টেস্টে পাস করলে, প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে। অনলাইন টেস্ট এবং ইন্টারভিউতে সফল প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফাইনাল সিলেকশন দেওয়া হবে।

Jio Work From Home Form Fillup

এখানে দুটি পদ্ধতিতে ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রথমে, জিও পোর্টালে গিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর সমস্ত সঠিক তথ্য যেমন- Name, Mobile Number, Date of Birth, Gender, Current Occupation, Pincode ইত্যাদি দিয়ে ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। দ্বিতীয়ত, জিও-র হোয়াটস্যাপ নম্বরে মেসেজ করেও আবেদন করা যাবে।

Jio Work From Home Apply Links

Jio JCA Apply LinkClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements