JENPAS UG 2025 Exam Date: রাজ্য নার্সিং, প্যারামেডিকেল, মেডিকেল প্রযুক্তি ভর্তি পরীক্ষা! রেজিস্ট্রেশন, যোগ্যতা, বয়সসীমা।

ছাত্র-ছাত্রীদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অন্যতম। সবেমাত্র কত কালি পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আয়োজিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়েছে। এই পরীক্ষা সাধারণত ছাত্র-ছাত্রীদের পেশা নির্ধারণ করে থাকে।
কারণ বিদ্যালয়ে সেবন শেষ করে ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে প্রবেশ করে তাদের পেশাগত পড়াশোনার দিকে। এই সময় তেমন অনেকেই B.A, B.Com বা B.Sc -র মত সাধারণ পড়াশোনার শাখা বেছে নিয়ে জীবন পথে অগ্রসর হয়ে যায়, তেমনি অনেকেই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কিংবা নার্সিং এর মত বিভিন্ন পেশাগত পড়াশোনাকে বেছে নেয়।
মূলত ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পেশাগত বিভিন্ন কেরিয়ার বেছে নেওয়ার ইচ্ছা থাকে, তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।
আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য প্যারামেডিকেল, মেডিকেল টেকনোলজি কিংবা নার্সিং এর মতো পেশাগত পড়াশোনা শুরু করার জন্য প্রয়োজনীয় JENPAS(UG) নামক প্রবেশিকা পরীক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
JENPAS UG 2025 Exam Date
পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত ছাত্র ছাত্রীরা ডাক্তারি ছাড়া চিকিৎসাগত বিভিন্ন বিষয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী, তাদেরকে সরকারি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের জন্য আবশ্যিকভাবে JENPAS (UG) নামক প্রবেশিকা পরীক্ষাটিতে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য এই দুর্দান্ত প্রবেশিকা পরীক্ষার তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা
১) পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো ছাত্র কিংবা ছাত্রী, যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এই পরীক্ষায় আবেদন জানাতে পারবেন।
২) পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ কিংবা বাণিজ্য বিভাগের মধ্যে যে কোন বিভাগের ছাত্রছাত্রীরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
Read More: বিদেশি কোম্পানিতে ঘরে বসে কাজ করে আয়! মাধ্যমিক পাশে আবেদন।
৩) ছাত্র-ছাত্রীদের এই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৪৫% নম্বর পেতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য এই নূন্যতম নম্বরের পরিমাণ রয়েছে ৪০%।
৪) এখানে অন্ততপক্ষে ১৭ বছর বয়সী ছাত্রছাত্রীরা প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন জানাতে পারেন। যদিও নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এবং প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে।
৫) নার্সিং এবং প্যারামেডিকেল কোর্স গুলিতে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবশ্যকভাবে পদার্থবিদ্যা, জীব বিদ্যা, রসায়নবিদ্যা এবং ইংরেজি বিষয় থাকতে হবে।
JENPAS UG কোর্সের বিবরণ
ছাত্র ছাত্ররা JENPAS(UG) প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে B.Sc.Nursing, Β.Ρ.Τ., B.M.L.T, B.Sc CCT, B.Sc. OTT, B.Sc. PT, B.Sc. PA, B.V.S.O, Β.Η.Α -কোর্সগুলিতে এডমিশন নিতে পারবেন। এর জন্য আবশ্যিকভাবে প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত রাঙ্ক এর উপর নির্ভর করবে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ।
JENPAS UG 2025 পরীক্ষার বিষয় ও নিয়ম
JENPAS(UG) পরীক্ষাটিকে সাধারণভাবে দুটি পেপার এর মধ্যে বিভক্ত করা হয়েছে। উভয় পেপারের জন্যই ছাত্র-ছাত্রীদের ১ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে একটি OMR শিটের মাধ্যমে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এর উত্তর দিতে হবে।
যে সমস্ত ছাত্র ছাত্রীরা নার্সিং এবং প্যারামেডিকেল বিষয়ে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহী, তাদেরকে উল্লেখিত পরীক্ষার প্রথম পেপারটির পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি শুধুমাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন, এমন ছাত্র-ছাত্রীরা দিতে পারবেন। এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীব বিদ্যা, লজিক্যাল রিজনিং এবং ইংরেজির মতো বিষয়গুলির উপর প্রশ্ন থাকে।
অপরদিকে হসপিটালিটি এডমিনিস্ট্রেশন কোর্সের জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীরা উল্লেখিত পরীক্ষার দু’নম্বর পেপারটি পরীক্ষা দিতে পারবেন। এই পরীক্ষাটিতে আর্টস কমার্স সহ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। এখানে সাধারণত ভৌতবিজ্ঞান, অংক, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এবং ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন থাকে।