ভারতীয় রেলে ৩০ হাজার ‘গ্রুপ ডি’ নিয়োগ! যোগ্যতা, বয়স, নিয়োগ প্রক্রিয়া?

আবারও ভারতীয় রেলওয়েতে হতে চলেছে কর্মী নিয়োগ, প্রকাশিত হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি। ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন থাকে অনেকেরই। এবার এই স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়া হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে।
এখানে বেশ কিছু শূন্য পদে একেবারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম, আবেদন পদ্ধতি, শূন্য পদের সংখ্যা, আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, বেতন সীমা ইত্যাদি সম্পর্কে বিশদে জেনে নিন।
পদের নাম
এখানে গ্রুপ ডি এর বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। তবে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে এমন অনেক পদের নাম উল্লেখ রয়েছে যেখানে এই বছরে কোনরকম নিয়োগ হবে না। এই বিষয়ে জানার জন্য অবশ্যই ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত গ্রুপ ডি নিয়োগের শর্ট নোটিফিকেশনটি ভালোভাবে দেখে নেবেন।
মোট শূন্য পদ
বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে সব মিলিয়ে মোট ৩২,৪৩৮ টি শূন্য পদে এই বছরের নিয়োগ হতে চলেছে। যদিও সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে এই নিয়োগ সম্পর্কে অনেক কিছুই শর্ট নোটিফিকেশনের দ্বারা জানানো হয়েছে।
Qualification
সাধারণত গ্রুপ ডি পদে নিয়োগের জন্য নূন্যতম মাধ্যমিক পাস হয়ে থাকলেই আবেদন করা যায়। তবে এই বিষয়ে এখন ও পর্যন্ত বিস্তারিতভাবে কোন কিছুই জানানো হয়নি। সূত্রের খবর অনুযায়ী এই গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিকের পাশাপাশি ITI এবং অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকলে আবেদনের সুযোগ পেতে পারেন চাকরি প্রার্থীরা।
বয়স সীমা
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বেতন কত পাবেন?
কেন্দ্রীয় সরকারের লেভেল ১ পে স্কেল অনুযায়ী চাকরির শুরুতেই ন্যূনতম বেতন হতে পারে ৩৩ হাজার টাকা পর্যন্ত।
How to Apply
সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হওয়ার পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সরাসরি আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে খুব সহজেই আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে জমা করে দিতে হবে।
Important Dates
এখনো পর্যন্ত বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হয়নি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। তবে শর্ট নোটিফিকেশনের দ্বারা জানা যাচ্ছে যে এই রিক্রুটমেন্টের বিভিন্ন কার্যকলাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ০৩/০১/২০২৫ তারিখের পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হতে পারে বলে জানানো হয়েছে।