মাত্র ৫ হাজার টাকা রাখলে, রিটার্ন পাবে ৫ লক্ষ টাকা! পোষ্ট অফিসের নতুন স্কীম।

By: Goutam Mondal

On: March 3, 2025

Follow Us:

Post Office Savings Scheme

প্রতিটি মানুষের জীবনে রোজগারের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল সেটি সঞ্চয় (Savings) করে রাখা। যুবক-যুবতী কিংবা তরুণ তরুণী অবস্থায় যে পরিমাণ অর্থ মানুষ রোজগার করে থাকে তার বেশিরভাগটাই সঞ্চয় করে রাখতে হয় বৃদ্ধাবস্থার জন্য। তবে একাধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকে কেন্দ্র সরকারের বিশ্বস্ত ডাক বিভাগে টাকা বিনিয়োগ করে অধিক টাকা রোজগার করতে চাইলে অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নেবেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

অনেক সময় এই মানুষ অধিক টাকা উপার্জনের উদ্দেশ্যে মিউচুয়াল ফান্ডের (Mutual Funds) মত ঝুঁকিপূর্ণ বিনিয়োগে বিশ্বাসী হয়ে ওঠেন। তবে এই ক্ষেত্রে সঠিকভাবে শেয়ার মার্কেটের ওঠা পড়া কিংবা লেনদেনের বিষয়টি ভালোভাবে না জেনে থাকলে সেই বিনিয়োগকারীর আর্থিক ঝুঁকির মাত্রা বেড়ে যায় অনেকটাই। এই কারণে বিনিয়োগকারীদের জন্য পোস্ট অফিসের পক্ষ থেকে একাধিক উচ্চ সুদ সম্পন্ন প্রকল্পের সূচনা করা হয়েছে।

পোষ্ট অফিস সেভিংস স্কীম

বর্তমানে ভারতবর্ষের বহু নাগরিক নিজেদের অর্জিত অর্থের ঝুঁকির পরিমাণ কমাতে পোস্ট অফিসের একাধিক বিনিয়োগ স্কিমে নিজেদের টাকা সঞ্চয় করার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। এর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে মাত্র ৫ হাজার টাকা জমা রেখে সর্বোচ্চ ৮ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা যায়।

কিভাবে ৮ লক্ষ টাকা পাবেন?

পোস্ট অফিসের এই দুর্দান্ত বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে ৮ লক্ষ টাকা রিটার্ন পাওয়ার জন্য প্রতি মাসে অন্ততপক্ষে ৫ হাজার টাকা করে জমা করতে হবে উপভোক্তাদের। এই রেকারিং ডিপোজিটের মাধ্যমে পোস্ট অফিসের পক্ষ থেকে বার্ষিক ৬.৭% শতাংশ হারে সুদ দেওয়া হয়। এক্ষেত্রে প্রতি মাসে ৫ হাজার টাকা জমা করার ৫ বছর পর রিটার্ন হিসাবে পাওয়া যাবে ৩,৫৬,৮৩০/- টাকা। অর্থাৎ পাঁচ বছরে জমা হওয়া তিন লক্ষ টাকার উপর সুদ হিসাবে পাবেন ৫৬,৮৩০/- টাকা।

অপরদিকে কোন উপভোক্তা যদি এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৫,০০০/- টাকা সঞ্চয় করেন, তাহলে দশ বছরে তার মোট সঞ্চয়ের পরিমাণ হয় ৫ লক্ষ টাকা। যেখানে এই প্রকল্পের বার্ষিক সুদ মিলিয়ে মোট ৮,৫৪,২৭২/- টাকা রিটার্ন পাওয়া যায়।

এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে রেকারিং ডিপোজিট (Recurring Deposits) শুরু করার ৩ বছরের মধ্যে টাকা তোলা এবং জমানো টাকার উপর ঋণের সুবিধার মতো একাধিক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন উপভোক্তারা। এই অবশ্যই এই বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করে নিন।

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment