২১ হাজার গ্রামীন ডাক সেবক নিয়োাগ! ভারতীয় ডাক বিভাগে কাজ।
সারা ভারত জুড়ে বিভিন্ন পোষ্ট অফিসে গ্রামীন ডাক সেবক নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে ৯২৩টি শুন্যপদ আছে। কোন কোন সার্কেলে কাস্ট অনুযায়ী কত ভ্যাকান্সি আছে? সমস্ত বিস্তারিত তথ্য জেনে নাও।

বিপুল পরিমাণ শূন্য পদে আবারও ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে গ্রামীণ ডাক সেবক এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কর্মী নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই নিয়োগের আবেদন গ্রহণ। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার উপর ভিত্তি করে কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ।
চাকরি প্রার্থীদের প্রয়োজন অনুসারে পদের নাম, শূন্য পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে নেবেন।
পদের নাম
- ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)।
- সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)।
- গ্রামীণ ডাক সেবক (GDS)।
শূন্য পদের সংখ্যা
এখনো পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২১৪১৩ একজন যোগ্য ব্যক্তিকে সারা ভারতজুড়ে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
Eligibility Criteria
১) উপরে উল্লেখিত সমস্ত পদের জন্যই আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পরীক্ষাকে ধার্য করা হয়েছে।
২) আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যবর্তী হতে হবে।
৩) এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
৪) আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সাইকেল বা বাইক চালানো দক্ষ হতে হবে, কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে এবং স্থানীয় ভাষায় যথাযথ পরিমাণে দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন
ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে ১২,০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা বেতন দেওয়া হবে। ওর দিকে সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাকসেবক পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি
এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে মেধা তালিকা অনুসারে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের উল্লেখিত পদে নিযুক্ত করা হবে।
How to Apply?
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে indiapostgdsonline.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যথাযথ তথ্যের সাথে আবেদন পত্র পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৩ই মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
Application Fees
জেনারেল/OBC (Only Male Candidate) | Rs. 100/- |
SC/ST | No Fees |