চাকরির খবর

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৭৫০ শুন্যপদে নিয়োগ! বিনামূল্যে প্রশিক্ষন ও চাকরি। স্টাইপেন্ড পাবে ১৫,০০০/- টাকা প্রতিমাসে।

সম্প্রতি ভারতীয় ওভারসিজ ব্যাঙ্কে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীদের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে চাকরিপ্রার্থীদের ব্যাংকের বিভিন্ন কাজের সম্পর্কে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এক বছরের এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রতি মাসে যথেষ্ট ভালো পরিমাণের বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। যে সমস্ত চাকরিপ্রার্থীরা বর্তমানে ব্যাংকে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা অবশ্যই এই নিয়োগের বিজ্ঞপ্তি ভালোভাবে জেনে নিতে পারেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

এবার নিশ্চয়ই কারা আবেদন জানাতে পারবেন? কোন পদে এই নিয়োগটি হচ্ছে? কতদিন পর্যন্ত আবেদন জানানো যাবে? কত বেতন পাবেন? কিভাবে আবেদন জানাবেন? ইত্যাদির প্রশ্নগুলি জানার ইচ্ছে হচ্ছে? তাহলে অবশ্যই চাকরি প্রার্থীদের আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিতে হবে।

পদের নাম

বর্তমানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে চাকরিপ্রার্থীদের বা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে সাধারণত ব্যাংকের বিভিন্ন কাজের বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

শূন্য পদের সংখ্যা: ৭৫০ টি।

মাসিক বেতনের পরিমাণ

কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে, উল্লেখিত পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ১০,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকার মধ্যে মাসিক বৃত্তি পাবেন। এক্ষেত্রে মূলত কেন্দ্রীয় সরকার এবং ব্যাংকের পক্ষ থেকে একত্রিতভাবে এই বেতনটি দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

ভারতবর্ষের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত চাকরিপ্রার্থীরা যে কোন বিষয়ের স্নাতক ডিগ্রি লাভ করেছেন, তারা এই পদের আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা

উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। যেহেতু এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, তাই সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে যোগ্য চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি

ভারতীয় ভার্সেস ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম ইত্যাদি সহ আরো একাধিক রাজ্যে এই নিয়োগটি হতে চলেছে। তবে উল্লেখিত পদে লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ১৬ই মার্চ, ২০২৫ তারিখে অনলাইন পরীক্ষার আয়োজন করা হতে পারে।

আবেদন পদ্ধতি

আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত লিংকে ক্লিক করে ভারতীয় অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করে ০৯/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements