ইনকাম ট্যাক্স বিভাগে পার্মানেন্ট কর্মী নিয়োগ! অনলাইনে আবেদন শুরু।

ভারতের আয়কর দপ্তরে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নিয়োগের প্রথম মাস থেকেই ৪৪,৯০০ থেকে টাকা ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতনের সুযোগ পাবেন নিযুক্ত কর্মীরা।
সরকারি দপ্তরে আবেদনের ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য পদের নাম, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হলো।
Post Name
ভারতীয় আয়কর দফতরের পক্ষ থেকে গ্রুপ বি গেজেটেড অফিসার পদের অন্তর্গত ডেটা প্রসেসিং সহকারী পদে কর্মী নিয়োগ করা হবে। ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে আয়কর দপ্তর।
শূন্য পদের সংখ্যা
আয়কর দপ্তরের অন্তর্গত সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ৮টি শূন্য পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হবে।
Qualification
১) আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২) আবেদনকারী ব্যক্তিদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ইলেকট্রনিক ডেটা প্রসেসিং কাজের অন্ততপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন
উল্লেখিত পদে যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি দ্বারা যে সমস্ত ব্যক্তিরা নিযুক্ত হবেন, তারা প্রতিমাসে ৪৪,৯০০ থেকে টাকা ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
বয়স সীমা
প্রতিটি আবেদনকারীকে সর্বোচ্চ ৫৬ বছর বয়সী হতে হবে। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখের হিসাবে বয়স গণনা করা হবে। আবেদনের শেষ তারিখ জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন আজকের প্রতিবেদনটি।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীদের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে।
How to Apply Online
আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের প্রথমেই নিজেদের সমস্ত যোগ্যতা বুঝে নেওয়ার জন্য সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট বার করে নিতে হবে।
ঘরে বসে সমস্ত সঠিক বিবরণের মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট দিনের মধ্যে জমা করে দিলেই আবেদনটি সংস্থার পক্ষ থেকে গ্রহণ করা হবে।