Ration Card: গাড়ি কিনলেই রেশন কার্ড বাতিল! কোন কোন রেশন পাবেন না? জেনে নিন
কোন কোন গাড়ি থাকলে আপনার রেশন কার্ডটিও বাতিল হয়ে যাবে জানেন কি? আর শুধুমাত্র গাড়িই নয় বাড়িতে AC থাকলেও বাতিল হবে রেশন কার্ড।
Ration Card: ভারতবাসীর কাছে রেশন কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এর পাশাপাশি রেশন কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী প্রতিমাসের সম্পূর্ণ বিনামূল্যে চাল ডাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সমগ্র প্রদান করা হয়ে থাকে।
অর্থাৎ ভারতবর্ষে রেশন কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে এবার রেশন কার্ড সম্পর্কে নতুন নির্দেশনামা জারি করল কেন্দ্র। এবার থেকে গাড়ি কিনলে আর পাবেন না মাসিক রেশন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার কড়া নির্দেশ জারি করা হলো।
কোন কোন গাড়ি থাকলে আপনার রেশন কার্ডটিও বাতিল হয়ে যাবে জানেন কি? আর শুধুমাত্র গাড়িই নয় বাড়িতে AC থাকলেও বাতিল হবে রেশন কার্ড। রেশন কার্ড ধারণ করার বিভিন্ন শর্তাবলী নিয়ে আজকের প্রতিবেদনটি লেখা হল তাই অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নেবেন।
রেশন কার্ড
দেশের কোন পরিবার যাতে অভুক্ত না থাকে সেই দিকে দৃষ্টিপাত করে রেশন প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার। তবে বর্তমান সময়ে কিছু অসাধু ব্যক্তির কারণে রেসন প্রকল্পের বেশ কিছু দুর্নীতির খবর উঠে এসেছে। প্রকৃত দরিদ্র উপভোক্তারা সঠিক পরিমাণে রেশন পাচ্ছেন না বলে জানা গিয়েছে।
Read More: আবাস যোজনায়, আধার ভিত্তিক তথ্য যাচাই শুরু হল আজ থেকে!
এরপর থেকেই রেশনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই কারণেই রেশন প্রকল্পে নিয়ে আসা হয়েছে বেশ কিছু নিয়মাবলী। এই নিয়মগুলি না মানলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাতিল হতে পারে আপনার রেশন কার্ডটিও।
রেশন কার্ডের নিয়মাবলী
১) গ্রামে বসবাসকারী পরিবারের ক্ষেত্রে রেশন কার্ডে আবেদনের জন্য সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার মধ্যে।
২) অপরদিকে শহরে বসবাসকারী পরিবার গুলির জন্য বার্ষিক ৩ লক্ষ টাকা আয় হলে তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
৩) পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে থাকলে, রেশন প্রকল্পের সুবিধা তিনি এবং তার পরিবার পাবেন না।
৪) ১০০ বর্গমিটারের বেশি এলাকার মালিক হয়ে থাকলে তিনিও এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
৫) যেকোনো চার চাকার গাড়ি বা ট্রাক্টর থাকলে সেই পরিবারগুলিও বাতিল হবেন রেশন কার্ডের পরিষেবা থেকে।
৬) বাড়িতে এসি বা এয়ারকন্ডিশনার থাকলেও আকারের পক্ষ থেকে বাতিল করা হবে রেশন কার্ড।
৭) এটা সরকারি চাকরিজীবীরাও রেশন কার্ডের সুবিধার বাইরে থাকবেন।
অর্থাৎ, যেকোনো পরিবারে যদি নতুন চার চাকার গাড়ি কেনা হয় তাহলে সেই পরিবারের রেশন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তাই সরকারের নিয়ম অনুসারে প্রতি মাসে নিয়মিত রেশন পেতে হলে অবশ্যই উপরে উল্লেখিত মানদণ্ড গুলি মেনে চলতে হবে।