Trending News

HS Exam Result Date 2025: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে দেবে? ফোন থেকে কিভাবে চেক করবে?

HS Exam Result Date 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো উচ্চমাধ্যমিক। ২০২৫ সালের মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু হয়েছিল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা গত ১৮ তারিখে সমাপ্ত হয়েছে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে পরীক্ষার ফলাফল বেরোনোর দিনটি নিয়ে যথেষ্ট পরিমাণে উত্তেজনা দেখা দিয়েছে। পরীক্ষা চলাকালীন একাধিক গোলযোগ বাধলেও এই পরীক্ষার মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা নিজেদের পেশাগত জীবনের দিকে অগ্রসর হয়ে যান। তাই স্বাভাবিকভাবেই এই পরীক্ষার (HS Exam Result Date 2025) ফলাফলের দিকে সকলেরই নজর থাকে।

তাহলে কবে প্রকাশিত হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল? এই বিষয়ে ছাত্রছাত্রী কিংবা অভিভাবকদের জল্পনা শুরু হওয়ার পূর্বেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করে দেওয়া হল।

ছাত্র-ছাত্রীদের আর এবার পরীক্ষার পর অধীর আগ্রহে রেজাল্ট বেরোনোর আশায় আশায় দিন গুনতে হবে না। তাহলে কোন তারিখে ছাত্র-ছাত্রীরা টেলিভিশনের পর্দায় নজর রাখবে উচ্চমাধ্যমিকের ফলাফল জানার জন্য? জানতে হলে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।

HS Exam Result Date 2025

পশ্চিমবঙ্গ রাজ্যের ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি সবেমাত্র শেষ হয়েছে। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় এক দীর্ঘ যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনার এগিয়ে দিল পরবর্তী বছরের ছাত্র-ছাত্রীদের।

Read More: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৫ কবে দেবে? কোন ওয়েবসাইটে দেখা যাবে?

আসলে এই বছরেই শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আয়োজন করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরবর্তী বছর থেকে গতানুগতিক বার্ষিক পদ্ধতির পরিবর্তে সরাসরি সেমিস্টার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে পারবে।

সংসদের ঘোষণা

যেহেতু এই বছরে বার্ষিক পদ্ধতিতে শেষ বারের মতো আয়োজিত হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি তাই পরীক্ষা শেষ হওয়ার পরমহুর্তেই সংসদের পক্ষ থেকে বিশেষ কয়েকটি ঘোষণা করে দেওয়া হয়েছে। সংসদের পক্ষ থেকে পরীক্ষা শেষ হওয়ার দিনেই যথেষ্ট পরিমাণে উদার হস্তে পরীক্ষার খাতা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও সঠিকভাবে যাতে কোনরকম ভুলভ্রান্তি ছাড়াই ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হয় সেই দেখতে যথেষ্ট পরিমাণে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন সংসদ। অর্থাৎ এই বছরে ছাত্র-ছাত্রীদের স্বপক্ষে বেশ কয়েকটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

তবে পরীক্ষা চলাকালীন (HS Exam Result Date 2025) উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকটি বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। ইংরেজি সহ একাধিক বিষয়ের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলে দাবি জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা।

পরবর্তী সময়ে এই বিষয়ে তদন্ত করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উল্লেখিত ভুল প্রশ্নের উত্তর করা ছাত্র-ছাত্রীদের পূর্ণ নম্বর প্রদানের নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি যে সমস্ত প্রশ্নের একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রেও নিরীক্ষকদের কাছে পূর্ণ নম্বর দেওয়ার অধিকার প্রদান করা হয়েছে।

HS Exam Result Date 2025

ছাত্র-ছাত্রীদের মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব গুছিয়ে দিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মুখ্য সচিবের তরফে পরীক্ষার ফলাফল প্রকাশের দিনটি ঘোষণা করা হলো। বরাবরের মত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই এই বছরও প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল।

অর্থাৎ মার্চ মাসে পরীক্ষা শেষ হওয়ার পর আগামী দুই মাস ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করতেই হবে। এরপর অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেলেই প্রকাশ করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলও।

Website: HS Exam Result Date 2025

বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে সকালবেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে টেলিভিশনের সামনে প্রথম থেকে দশম স্থান প্রাপ্ত ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হবে।

তারপর সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে সম্পূর্ণ অনলাইনে wbresults.nic.in wbchse.wb.gov.in -এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নিজেদের প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবেন। এছাড়াও SMS এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ফলাফল দেখার সুযোগ থাকবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements